ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মোটরসাইকেল চুরি আতঙ্কে গাংনী গ্রামবাসী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮
  • / ২৮০ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী গ্রামের এরশাদ আলীর ছেলে মিজানুর রহমানের নিজ বাড়ি থেকে গত বুধবার রাতে একটি ১০০সিসি লাল রঙের ডিসকভারি মোটরসাইকেল চুরি করে চোরচক্র। মিজানুর জানান, প্রতিদিনের মত বুধবারও রাত আনুমানিক ১০টার সময় গাড়িটি বাড়ির মধ্যে সিড়ির নিচে রেখে ঘুমিয়ে পড়ি। ভোর ৫টার সময় ঘুম থেকে উঠে দেখি গাড়িটি নেই। পরে অনেক খোজাখুজি করেও গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি। হারিয়ে যাবার গাড়ির ইঞ্জিন নং- ঔইতডউঋউ৫৩১৭৭, চ্যাসিজ নং- গউ২অ১৪অত৭উডঋ৮৮৪০৫। পরে তিনি আলমডাঙ্গা থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার নং ১০৩৬। গ্রামে বাড়ি থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় এলাকার মানুষের মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মোটরসাইকেল চুরি আতঙ্কে গাংনী গ্রামবাসী

আপলোড টাইম : ১১:৫৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী গ্রামের এরশাদ আলীর ছেলে মিজানুর রহমানের নিজ বাড়ি থেকে গত বুধবার রাতে একটি ১০০সিসি লাল রঙের ডিসকভারি মোটরসাইকেল চুরি করে চোরচক্র। মিজানুর জানান, প্রতিদিনের মত বুধবারও রাত আনুমানিক ১০টার সময় গাড়িটি বাড়ির মধ্যে সিড়ির নিচে রেখে ঘুমিয়ে পড়ি। ভোর ৫টার সময় ঘুম থেকে উঠে দেখি গাড়িটি নেই। পরে অনেক খোজাখুজি করেও গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি। হারিয়ে যাবার গাড়ির ইঞ্জিন নং- ঔইতডউঋউ৫৩১৭৭, চ্যাসিজ নং- গউ২অ১৪অত৭উডঋ৮৮৪০৫। পরে তিনি আলমডাঙ্গা থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার নং ১০৩৬। গ্রামে বাড়ি থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় এলাকার মানুষের মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে।