ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেয়র প্রার্থীর পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৪৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজুর মা ও স্ত্রীর উপর হামলা করা হয়েছে। হামলায় মেয়র প্রার্থীর মা রাশিদা বেগম, ভাই মোস্তাক আহম্মেদ ও স্ত্রী শাহিনুর বেগমসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিকালে পৌরসভাধীন চাঁচড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজু অভিযোগ করেন, নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম আশরাফের সমর্থকরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। বিজু বলেন, ঘটনার সময় তার মা রাশিদা বেগম ও স্ত্রী শাহিনুর বেগমের নেতৃত্বে ১০/১২ জন গণসংযোগে বের হন। বিকাল তিনটার দিকে তারা পৌরসভাধীন চাঁচড়া গ্রামে পৌছালে অস্ত্রধারী কয়েকজন যুবকরা তাদের উপর হামলা করে। এ সময় তারা মেয়র প্রার্থী বিজুর মা, স্ত্রীসহ রাহেলা বেগম, মোস্তাক আহমেদ ও রবিউল ইসলামকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শম্পা মোদক জানান, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমানের মা ও স্ত্রীসহ মোস্তাকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় কালীগঞ্জ রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
উল্লেখ্য, আগামি ২৮ ফেব্রুয়ারি কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরের ২২ সেপ্টেম্বর মেয়র মকছেদ আলী বিশ্বাসের মৃত্যুতে মেয়র পদ শুন্য হয়। নির্বাচনে আওয়ামী লীগের তিন প্রার্থী আশরাফুল আলম আশরাফ নৌকা প্রতীক নিয়ে ও বিজু এবং এনামুল হক ইমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেয়র প্রার্থীর পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম!

আপলোড টাইম : ১০:৩০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজুর মা ও স্ত্রীর উপর হামলা করা হয়েছে। হামলায় মেয়র প্রার্থীর মা রাশিদা বেগম, ভাই মোস্তাক আহম্মেদ ও স্ত্রী শাহিনুর বেগমসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিকালে পৌরসভাধীন চাঁচড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজু অভিযোগ করেন, নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম আশরাফের সমর্থকরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। বিজু বলেন, ঘটনার সময় তার মা রাশিদা বেগম ও স্ত্রী শাহিনুর বেগমের নেতৃত্বে ১০/১২ জন গণসংযোগে বের হন। বিকাল তিনটার দিকে তারা পৌরসভাধীন চাঁচড়া গ্রামে পৌছালে অস্ত্রধারী কয়েকজন যুবকরা তাদের উপর হামলা করে। এ সময় তারা মেয়র প্রার্থী বিজুর মা, স্ত্রীসহ রাহেলা বেগম, মোস্তাক আহমেদ ও রবিউল ইসলামকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শম্পা মোদক জানান, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমানের মা ও স্ত্রীসহ মোস্তাকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় কালীগঞ্জ রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
উল্লেখ্য, আগামি ২৮ ফেব্রুয়ারি কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরের ২২ সেপ্টেম্বর মেয়র মকছেদ আলী বিশ্বাসের মৃত্যুতে মেয়র পদ শুন্য হয়। নির্বাচনে আওয়ামী লীগের তিন প্রার্থী আশরাফুল আলম আশরাফ নৌকা প্রতীক নিয়ে ও বিজু এবং এনামুল হক ইমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।