ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেয়র প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
  • / ৪৬৯ বার পড়া হয়েছে

আসন্ন পৌর নির্বাচন : জীবননগরে শুরু হয়েছে প্রচার-প্রচারণা
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ:
কয়েক মাস পরেই জীবননগরে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণাসহ সম্ভাব্য পৌর মেয়র প্রার্থীরা এখন থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। আওয়ামী লীগ-বিএনপিসহ রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও প্রস্তুত হচ্ছেন নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী যুদ্ধে লাফিয়ে পড়ার জন্য। ইতোমধ্যেই পৌর এলাকার চায়ের দোকানসহ পাড়া-মহল্লায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে নানা আলোচনাও শুরু হয়ে গেছে। তবে এবার জীবননগর পৌর নির্বাচনে সরকার দলীয় পক্ষে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকলেও প্রধান বিরোধী দল বিএনপির শুধু একজনের নাম রয়েছে আলোচনায়। তবে বর্তমানে জীবননগর পৌর এলাকায় সব থেকে বেশি আলোচনায় রয়েছেন জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হযরত আলী ও পৌরসভার সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। তবে ভোটের ঠিক আগ মুহূর্তে পাল্টে যেতে পারে চিত্র। সম্ভাব্য পৌর মেয়র প্রার্থীদের তালিকায় যোগ হতে পারে আরও অনেক নাম। কিন্তু জীবননগর পৌরবাসী কাকে বানাবেন পৌর পিতা, সেটা এখনি বলা যাচ্ছে না।
জীবননগর পৌরসভার বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘গত নির্বাচনে পৌরবাসী আমাকে ব্যাপক ভোট দিয়ে নির্বাচিত করেছে। নির্বাচনের সময় আমি সাধারণ মানুষের যে সব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা প্রায় সবই করেছি। আর যতটুকু বাকি আছে, তা বর্তমানে চলমান আছে। তা ছাড়া আমি পৌর নির্বাচনে নির্বাচিত হয়ে নতুনভাবে পৌর ভবন নির্মাণ, পৌরবাসীর জন্য নিরাপদ পানির ব্যবস্থা, রাস্তা-ঘাট নির্মাণসহ নানা ধরনের উন্নয়মূলক কাজ করেছি। আশা করি আমি আগামী নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হব এবং বিগত সময়ে যেভাবে জীবননগর পৌরবাসীর সাথে ছিলাম এবং আগামী দিনগুলোতে সাথে থাকব।’
জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন বলেন, ‘গতবার পৌর নির্বাচনে আমি আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। এবারও যদি মনোনয়ন পাই, তবে পৌর নির্বাচন করব।’
জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক বর্তমান ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হযরত আলী বলেন, ‘আমি দুই দুইবার পৌর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছি। এবার আমি জীবননগর পৌরসভায় মেয়র হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক। ইতোমধ্যেই আমি পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি। সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। জীবননগরবাসী এবার পৌর পিতা হিসেবে নতুন মুখ চাই।’
জীবননগর পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের কল্যাণে কাজ করি। যার কারণে একাধারে তিন-তিনবার কাউন্সিলরও হয়েছি। সাধারণ ভোটাররা আমাকে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে চাচ্ছেন। আমি সাধারণ মানুষের জন্য মেয়র পদে প্রার্থী হিসেবে ভোট করব।’ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেতে তিনি চেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানান সম্ভাব্য এই পৌর মেয়র প্রার্থী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেয়র প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে

আপলোড টাইম : ০৯:০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০

আসন্ন পৌর নির্বাচন : জীবননগরে শুরু হয়েছে প্রচার-প্রচারণা
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ:
কয়েক মাস পরেই জীবননগরে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণাসহ সম্ভাব্য পৌর মেয়র প্রার্থীরা এখন থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। আওয়ামী লীগ-বিএনপিসহ রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও প্রস্তুত হচ্ছেন নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী যুদ্ধে লাফিয়ে পড়ার জন্য। ইতোমধ্যেই পৌর এলাকার চায়ের দোকানসহ পাড়া-মহল্লায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে নানা আলোচনাও শুরু হয়ে গেছে। তবে এবার জীবননগর পৌর নির্বাচনে সরকার দলীয় পক্ষে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকলেও প্রধান বিরোধী দল বিএনপির শুধু একজনের নাম রয়েছে আলোচনায়। তবে বর্তমানে জীবননগর পৌর এলাকায় সব থেকে বেশি আলোচনায় রয়েছেন জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হযরত আলী ও পৌরসভার সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। তবে ভোটের ঠিক আগ মুহূর্তে পাল্টে যেতে পারে চিত্র। সম্ভাব্য পৌর মেয়র প্রার্থীদের তালিকায় যোগ হতে পারে আরও অনেক নাম। কিন্তু জীবননগর পৌরবাসী কাকে বানাবেন পৌর পিতা, সেটা এখনি বলা যাচ্ছে না।
জীবননগর পৌরসভার বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘গত নির্বাচনে পৌরবাসী আমাকে ব্যাপক ভোট দিয়ে নির্বাচিত করেছে। নির্বাচনের সময় আমি সাধারণ মানুষের যে সব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা প্রায় সবই করেছি। আর যতটুকু বাকি আছে, তা বর্তমানে চলমান আছে। তা ছাড়া আমি পৌর নির্বাচনে নির্বাচিত হয়ে নতুনভাবে পৌর ভবন নির্মাণ, পৌরবাসীর জন্য নিরাপদ পানির ব্যবস্থা, রাস্তা-ঘাট নির্মাণসহ নানা ধরনের উন্নয়মূলক কাজ করেছি। আশা করি আমি আগামী নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হব এবং বিগত সময়ে যেভাবে জীবননগর পৌরবাসীর সাথে ছিলাম এবং আগামী দিনগুলোতে সাথে থাকব।’
জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন বলেন, ‘গতবার পৌর নির্বাচনে আমি আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। এবারও যদি মনোনয়ন পাই, তবে পৌর নির্বাচন করব।’
জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক বর্তমান ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হযরত আলী বলেন, ‘আমি দুই দুইবার পৌর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছি। এবার আমি জীবননগর পৌরসভায় মেয়র হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক। ইতোমধ্যেই আমি পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি। সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। জীবননগরবাসী এবার পৌর পিতা হিসেবে নতুন মুখ চাই।’
জীবননগর পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের কল্যাণে কাজ করি। যার কারণে একাধারে তিন-তিনবার কাউন্সিলরও হয়েছি। সাধারণ ভোটাররা আমাকে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে চাচ্ছেন। আমি সাধারণ মানুষের জন্য মেয়র পদে প্রার্থী হিসেবে ভোট করব।’ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেতে তিনি চেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানান সম্ভাব্য এই পৌর মেয়র প্রার্থী।