ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুর মুজিবনগরে বড় দিন উপলক্ষে সাজ সাজ রব চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • / ৩১২ বার পড়া হয়েছে

2rfমুজিবনগর অফিস: আর একটা দিন তার পরেই খ্রীষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন। বড়দিন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে ধর্মপল¬ী বল¬ভপুর, ভবেরপাড়া, রতনপুর, আনন্দবাস, জয়পুর গ্রামে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে চলছে উৎসবের আমেজ চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। নাড়ির টানে দেশ বিদেশের বিভিন্ন স্থানে চাকুরীরত ব্যবসায়ীরত মানুষ ফিরছে নিজ ঘরে। চলছে কেনা কাটা ও মোড়ে মোড়ে গোশালা নির্মানের প্রস্তুতি। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মতে প্রায় ২ হাজার ১৫ শ বছর আগে যীশু খ্রিষ্টের জন্ম হয়েছিল স্বর্গময়ী মা মারিয়ার গর্ভে বেথেলহোমের এক গোশালায়। তখন থেকেই খ্রিষ্টান সম্প্রদায় বড় দিনে প্রায় বাড়িতেই গোশালা নির্মাণ করে সেখানে আলোকশয্যায় সজ্জিত করে আসছে। আজও তার ব্যতিক্রম হয়নি। গোশালায় চলবে শ্রদ্ধা নিবেদন। সাজানো হচ্ছে ধর্মীয় উপাসনালয় গীর্জা গুলোকে তাছাড়াও প্রত্যেক বাড়িতে চলছে আলোক সজ্জার কাজ ঝিকঝাক বাতি কলাগাছ দেবদারু গাছের পাতা আর রঙ্গিন কাগজের কারুকাজ দিয়ে সু সজ্জিত করা হচ্ছে গ্রামের অলিগলি ও বাড়ির গেট। মুজিবনগর উপজেলার খ্রিষ্টান ধর্মালম্বিদের বড় অনুষ্ঠান হবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ৭ দিন ব্যাপি অনুষ্ঠান হয়ে আসছে সেই খ্রিষ্টান অধ্যুসিত গ্রাম ঐতিহ্যবাহী বল¬ভপুর গ্রামের খেলার মাঠে। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে শুধু খ্রিষ্টান সম্প্রাদায়ের মধ্যে নয় অন্যান্য ধর্মালম্বীদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে কারন এখানে খ্রিষ্টান, মুসলিম, হিন্দু ও অন্যান্য সম্প্রাদায় একে অন্যের সহিত আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এবং সম্প্রতির সহিত বসবাস করে। তাই বিভিন্ন উৎসবে সবাই এক সাথে আনন্দ ভাগ করে নেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুর মুজিবনগরে বড় দিন উপলক্ষে সাজ সাজ রব চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

আপলোড টাইম : ০২:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬

2rfমুজিবনগর অফিস: আর একটা দিন তার পরেই খ্রীষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন। বড়দিন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে ধর্মপল¬ী বল¬ভপুর, ভবেরপাড়া, রতনপুর, আনন্দবাস, জয়পুর গ্রামে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে চলছে উৎসবের আমেজ চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। নাড়ির টানে দেশ বিদেশের বিভিন্ন স্থানে চাকুরীরত ব্যবসায়ীরত মানুষ ফিরছে নিজ ঘরে। চলছে কেনা কাটা ও মোড়ে মোড়ে গোশালা নির্মানের প্রস্তুতি। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মতে প্রায় ২ হাজার ১৫ শ বছর আগে যীশু খ্রিষ্টের জন্ম হয়েছিল স্বর্গময়ী মা মারিয়ার গর্ভে বেথেলহোমের এক গোশালায়। তখন থেকেই খ্রিষ্টান সম্প্রদায় বড় দিনে প্রায় বাড়িতেই গোশালা নির্মাণ করে সেখানে আলোকশয্যায় সজ্জিত করে আসছে। আজও তার ব্যতিক্রম হয়নি। গোশালায় চলবে শ্রদ্ধা নিবেদন। সাজানো হচ্ছে ধর্মীয় উপাসনালয় গীর্জা গুলোকে তাছাড়াও প্রত্যেক বাড়িতে চলছে আলোক সজ্জার কাজ ঝিকঝাক বাতি কলাগাছ দেবদারু গাছের পাতা আর রঙ্গিন কাগজের কারুকাজ দিয়ে সু সজ্জিত করা হচ্ছে গ্রামের অলিগলি ও বাড়ির গেট। মুজিবনগর উপজেলার খ্রিষ্টান ধর্মালম্বিদের বড় অনুষ্ঠান হবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ৭ দিন ব্যাপি অনুষ্ঠান হয়ে আসছে সেই খ্রিষ্টান অধ্যুসিত গ্রাম ঐতিহ্যবাহী বল¬ভপুর গ্রামের খেলার মাঠে। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে শুধু খ্রিষ্টান সম্প্রাদায়ের মধ্যে নয় অন্যান্য ধর্মালম্বীদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে কারন এখানে খ্রিষ্টান, মুসলিম, হিন্দু ও অন্যান্য সম্প্রাদায় একে অন্যের সহিত আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এবং সম্প্রতির সহিত বসবাস করে। তাই বিভিন্ন উৎসবে সবাই এক সাথে আনন্দ ভাগ করে নেয়।