ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন আজ

প্রতিবেদক, মেহেরপুর:
  • আপলোড টাইম : ০১:৫২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • / ৫ বার পড়া হয়েছে

দীর্ঘ দেড় যুগ পর মেহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। তবে নেতা নির্বাচন নিয়ে সংশয় রয়েছে নেতাকর্মীদের মধ্যেই। যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তবে মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বীতা হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। তবে অধিকাংশই সাধারণ কর্মীরা মনে করেন নির্বাচন হলে যোগ্য নেতা নির্বাচন করা তাদের জন্য সহজ হবে। ২০০৩ সালের ৭ আগস্ট তিন বছর মেয়াদে ৬৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ও ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে মেহেরপুর পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল, যা ২০২২ সাল পর্যন্ত রয়েছে। কমিটির অনেক সদস্য মৃত্যুবরণ করায় শূন্য পদ নিয়েই চলছে এ কমিটি। আজ অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।

বিভিন্ন সূত্র মতে মেহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে পাঁচজন এবং সাধারণ সম্পাদক হিসেবে আটজন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে পাঁচজন সম্ভাব্য প্রার্থী হলেন পৌর কমিটির বর্তমান সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ভাই আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন বুলবুল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল।

সাধারণ সম্পাদক হিসেবে সম্ভাব্য প্রার্থীরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট খ.ম ইমতিয়াজ বিকন হারুন জুয়েল, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশান সাবের, জসিউর রহমান বকুল, যুবলীগ নেতা ও কাউন্সিলর আল মামুন। দলীয় কর্মীদের মাঝে সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক যোগাযোগ করছেন মাঠ পর্যায়ে। কর্মীদেরকে একত্রিত করার চেষ্টা করছেন বেশ কয়েকজন পুরোনো নেতা বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন আজ

আপলোড টাইম : ০১:৫২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২

দীর্ঘ দেড় যুগ পর মেহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। তবে নেতা নির্বাচন নিয়ে সংশয় রয়েছে নেতাকর্মীদের মধ্যেই। যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তবে মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বীতা হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। তবে অধিকাংশই সাধারণ কর্মীরা মনে করেন নির্বাচন হলে যোগ্য নেতা নির্বাচন করা তাদের জন্য সহজ হবে। ২০০৩ সালের ৭ আগস্ট তিন বছর মেয়াদে ৬৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ও ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে মেহেরপুর পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল, যা ২০২২ সাল পর্যন্ত রয়েছে। কমিটির অনেক সদস্য মৃত্যুবরণ করায় শূন্য পদ নিয়েই চলছে এ কমিটি। আজ অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।

বিভিন্ন সূত্র মতে মেহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে পাঁচজন এবং সাধারণ সম্পাদক হিসেবে আটজন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে পাঁচজন সম্ভাব্য প্রার্থী হলেন পৌর কমিটির বর্তমান সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ভাই আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন বুলবুল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল।

সাধারণ সম্পাদক হিসেবে সম্ভাব্য প্রার্থীরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট খ.ম ইমতিয়াজ বিকন হারুন জুয়েল, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশান সাবের, জসিউর রহমান বকুল, যুবলীগ নেতা ও কাউন্সিলর আল মামুন। দলীয় কর্মীদের মাঝে সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক যোগাযোগ করছেন মাঠ পর্যায়ে। কর্মীদেরকে একত্রিত করার চেষ্টা করছেন বেশ কয়েকজন পুরোনো নেতা বলে জানা গেছে।