ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুর পৌরসভা নির্বাচন : রাতে দূর্বৃত্তদের ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ : দুই কেন্দ্রের ভোট স্থগিত : দুই এসআই বরখাস্ত : সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের ফলাফল ঘোষণা: মেয়র পদে নৌকার রিটন এগিয়ে নিকটতম ধানের শীষ জাহাঙ্গীর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
  • / ৩৬৫ বার পড়া হয়েছে

মেহের আমজাদ/মাসুদ রানা: মেহেরপুর পৌরসভা নির্বাচনে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ওই দুটি কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে দায়িত্বরত পুলিশের দুই উপরিদর্শককে প্রত্যাহার করে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থগিত হওয়া কেন্দ্র দুটি হচ্ছে ৭ নম্বর ওয়ার্ডের সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ১১ ও ১২ কেন্দ্র।  তবে, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এদিকে মেয়র পদে রিটন নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছে ১হাজার ৩শ’ ৬৯ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ^াস (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৮৪০ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু (নারকেল গাছ) ২ হাজার ৬৬৬ ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী নিশান সাবের (মোবাইল) পেয়েছেন মাত্র ৫১ ভোট। ১৩টি ভোট কেন্দ্রের বেসরকারী ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। স্থগিত দুই কেন্দ্রে পুনরায় নির্বাচনের পর জয়-পরাজয় নির্ধারিত হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। প্রিসাইডিং কর্মকর্তা সুব্রত কুমার পাল সাংবাদিকদের বলেন, ‘রাতে দুর্বৃত্তরা এসে ব্যালট পেপার ছিনতাই করে। এ নিয়ে রাতেই রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছিল। সকালের দিকে এ নিয়ে নিরাপত্তাহীনতায় ছিলাম। তাই ভোট না নেওয়ার জন্য আবেদন করেছি। রিটার্নিং কর্মকর্তা মো. রোকুনুজ্জামান সাংবাদিকদের গতকাল জানান, ১১ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুব্রত কুমার পাল ও ১২ নম্বর ওয়ার্ডের এ কে এম শাহিন কবির সকালে লিখিত অভিযোগ দেন। তাতে জানানো হয়, রাতে দুর্বৃত্তরা ওই দুটি কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার ছিনতাই করে। একপর্যায়ে ব্যালট বাক্সে ভরে। বিষয়টি জানার পর কেন্দ্রে নির্বাচন কমিশনে জানানো হয়। সকাল পৌনে ১০টার দিকে নির্বাচন কমিশনের নির্দেশে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ দুটি কেন্দ্রে আজ আপাতত কোনো নির্বাচন হবে না। এদিকে গতকাল দুপুরে পুলিশ সুপার আনিছুর রহমান জানান, ১১ নম্বর কেন্দ্রে দায়িত্বে থাকা উপপরিদর্শক কার্তিক চন্দ্র পাল ও ১২ নম্বর কেন্দ্রে ফকরুল ইসলামকে দায়িত্বে অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান আরও বলেন, দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিতের বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ভোট স্থগিত হওয়ায় তীব্র প্রতিবাদ জানান কাউন্সিলর ও মেয়র প্রার্থী এবং সাধারণ ভোটাররা। এ ছাড়া ওই সময় ভোট গ্রহণ চালুর দাবিতে প্রার্থী ও সমর্থকরা কেন্দ্রের সামনে বিক্ষোভ মিছিল করে। উল্লেখ্য, প্রায় সাড়ে ছয় বছর পর মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুর পৌরসভা নির্বাচন : রাতে দূর্বৃত্তদের ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ : দুই কেন্দ্রের ভোট স্থগিত : দুই এসআই বরখাস্ত : সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের ফলাফল ঘোষণা: মেয়র পদে নৌকার রিটন এগিয়ে নিকটতম ধানের শীষ জাহাঙ্গীর

আপলোড টাইম : ০৫:৫০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭

মেহের আমজাদ/মাসুদ রানা: মেহেরপুর পৌরসভা নির্বাচনে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ওই দুটি কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে দায়িত্বরত পুলিশের দুই উপরিদর্শককে প্রত্যাহার করে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থগিত হওয়া কেন্দ্র দুটি হচ্ছে ৭ নম্বর ওয়ার্ডের সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ১১ ও ১২ কেন্দ্র।  তবে, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এদিকে মেয়র পদে রিটন নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছে ১হাজার ৩শ’ ৬৯ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ^াস (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৮৪০ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু (নারকেল গাছ) ২ হাজার ৬৬৬ ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী নিশান সাবের (মোবাইল) পেয়েছেন মাত্র ৫১ ভোট। ১৩টি ভোট কেন্দ্রের বেসরকারী ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। স্থগিত দুই কেন্দ্রে পুনরায় নির্বাচনের পর জয়-পরাজয় নির্ধারিত হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। প্রিসাইডিং কর্মকর্তা সুব্রত কুমার পাল সাংবাদিকদের বলেন, ‘রাতে দুর্বৃত্তরা এসে ব্যালট পেপার ছিনতাই করে। এ নিয়ে রাতেই রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছিল। সকালের দিকে এ নিয়ে নিরাপত্তাহীনতায় ছিলাম। তাই ভোট না নেওয়ার জন্য আবেদন করেছি। রিটার্নিং কর্মকর্তা মো. রোকুনুজ্জামান সাংবাদিকদের গতকাল জানান, ১১ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুব্রত কুমার পাল ও ১২ নম্বর ওয়ার্ডের এ কে এম শাহিন কবির সকালে লিখিত অভিযোগ দেন। তাতে জানানো হয়, রাতে দুর্বৃত্তরা ওই দুটি কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার ছিনতাই করে। একপর্যায়ে ব্যালট বাক্সে ভরে। বিষয়টি জানার পর কেন্দ্রে নির্বাচন কমিশনে জানানো হয়। সকাল পৌনে ১০টার দিকে নির্বাচন কমিশনের নির্দেশে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ দুটি কেন্দ্রে আজ আপাতত কোনো নির্বাচন হবে না। এদিকে গতকাল দুপুরে পুলিশ সুপার আনিছুর রহমান জানান, ১১ নম্বর কেন্দ্রে দায়িত্বে থাকা উপপরিদর্শক কার্তিক চন্দ্র পাল ও ১২ নম্বর কেন্দ্রে ফকরুল ইসলামকে দায়িত্বে অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান আরও বলেন, দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিতের বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ভোট স্থগিত হওয়ায় তীব্র প্রতিবাদ জানান কাউন্সিলর ও মেয়র প্রার্থী এবং সাধারণ ভোটাররা। এ ছাড়া ওই সময় ভোট গ্রহণ চালুর দাবিতে প্রার্থী ও সমর্থকরা কেন্দ্রের সামনে বিক্ষোভ মিছিল করে। উল্লেখ্য, প্রায় সাড়ে ছয় বছর পর মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।