ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুর জেলা পুলিশে কর্মরত আনসার সদস্যদের প্রত্যাবর্তন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
  • / ২১০ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মেহেরপুর জেলা পুলিশে কর্মরত আনসার সদস্যদের প্রত্যাবর্তন শুরু হয়েছে। প্রথম পর্বে নিজ ব্যাটালিয়নে ফিরে গেলেন ২৭ জন আনসার সদস্য। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইনস প্রাঙ্গণে আনসার সদস্যদের বিদায় জানানো হয়। এ সময় বিদায়ী আনসার সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী উপস্থিত থেকে বিদায়ী আনসার সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, হাসিবুল আলম, ডিবির ওসি জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেহেরপুর জেলার বিভিন্ন ক্যাম্পে পুলিশের সঙ্গে ১২৭ জন আনসার ব্যাটালিয়নের সদস্য কর্মরত ছিলেন। সরকারি সিদ্ধান্ত মোতাবেক তাঁদেরকে নিজ ব্যাটালিয়ানে ফিরে যেতে হচ্ছে। এখন থেকে কেবল পুলিশ বিভাগের সদস্যরা ক্যাম্পে দায়িত্ব পালন করবেন। প্রথম ব্যাচে ২৭ জন আনসার সদস্য প্রত্যাবর্তন করলেন। বাকিদের পর্যায়ক্রমে পাঠানো হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুর জেলা পুলিশে কর্মরত আনসার সদস্যদের প্রত্যাবর্তন

আপলোড টাইম : ১০:৫৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০

মেহেরপুর অফিস:
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মেহেরপুর জেলা পুলিশে কর্মরত আনসার সদস্যদের প্রত্যাবর্তন শুরু হয়েছে। প্রথম পর্বে নিজ ব্যাটালিয়নে ফিরে গেলেন ২৭ জন আনসার সদস্য। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইনস প্রাঙ্গণে আনসার সদস্যদের বিদায় জানানো হয়। এ সময় বিদায়ী আনসার সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী উপস্থিত থেকে বিদায়ী আনসার সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, হাসিবুল আলম, ডিবির ওসি জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেহেরপুর জেলার বিভিন্ন ক্যাম্পে পুলিশের সঙ্গে ১২৭ জন আনসার ব্যাটালিয়নের সদস্য কর্মরত ছিলেন। সরকারি সিদ্ধান্ত মোতাবেক তাঁদেরকে নিজ ব্যাটালিয়ানে ফিরে যেতে হচ্ছে। এখন থেকে কেবল পুলিশ বিভাগের সদস্যরা ক্যাম্পে দায়িত্ব পালন করবেন। প্রথম ব্যাচে ২৭ জন আনসার সদস্য প্রত্যাবর্তন করলেন। বাকিদের পর্যায়ক্রমে পাঠানো হবে।