ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা : চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮
  • / ৩৫১ বার পড়া হয়েছে

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা চালালে ব্যবস্থা নেয়া হবে
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার এ সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম), সিভিল সার্জন ডা. খায়রুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার ফরহাদ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস চুয়াডাঙ্গা ঘোড়ামারা ব্রিজের নিকট ও দৌলতদিয়াড়ে ব্যাটারী চালিত ইজিবাইক, অবৈধ আলমসাধু, করিমনসহ ট্রাক থামিয়ে চাঁদা তোলার বিষয়ে ব্যবস্থা গ্রহনসহ শিঘ্রই অবৈধ যানবহনের বিরুদ্ধে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। এছাড়াও সর্বগ্রাসী মাদক একটি সম্ভাবনাময় রাষ্ট্রকেও ধ্বংস করে দিতে পারে। যে কোন মূল্যে মাদকের ছোবল থেকে আমাদের আপন জন ও প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হবে। তাই মাদকমুক্ত চুয়াডাঙ্গা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। চোরাচালান রোধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের ধরতে পুলিশি অভিযান জোরদার করতে হবে। চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস দালালমুক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া শহরে যানজট রক্ষার্থে অবৈধ যান আটক ও জরিমানা করতে হবে। সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রচার-প্রচারণা, মিছিল-মিটিং নিষিদ্ধ। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি প্রতীক বরাদ্দের আগে নির্বাচন ঘিরে প্রচার চালিয়ে থাকলে তা আচরণ বিধিমালার লঙ্ঘন হবে। আমরা সব রিটার্নিং কর্মকর্তাকে বলেছি, প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার জন্য, তারা (ম্যাজিস্ট্রেট) আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেবেন।
পুলিশকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল আর সভা-সমাবেশ না করে। তিনি বলেন, আমাদের পক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করবে। যদি কেউ সভা করতে চাই তাইলে জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে। এছাড়াও ধারাবাহিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বক্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন এনএসআই’র উপ-পরিচালক জাফর ইকবাল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি সহকারি অধ্যাপক (বাংলা) জাহিদুল হাসান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, চুয়াডাঙ্গা পৌরসভার প্রতিনিধি প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, জেলা মৎস্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদার, সদর উপজেলার নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, জীবননগর উপজেলার নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন দত্ত্ব, আনসার ভিডিপি জেলা কমান্ডার রেজাউল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন যুমহত, জেলা কারাগারের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম, জেলা জজ কোর্টের পিপি আবু তালেব বিশ্বাস, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি সগির আহমেদ জোয়ার্দ্দার, জেলা বিআরটিএ সহকারি পরিচালক আতিয়ার রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মিজানুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি মসলেম উদ্দিনসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।


মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. জি কে এম সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলো নির্বাহী অফিসার মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আযম, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিকাশ কুমার রায়, জেলা জজ কোর্টের পিপি পল্লব ভট্রাচার্য, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান প্রমূখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা : চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস

আপলোড টাইম : ০৯:৪০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা চালালে ব্যবস্থা নেয়া হবে
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার এ সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম), সিভিল সার্জন ডা. খায়রুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার ফরহাদ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস চুয়াডাঙ্গা ঘোড়ামারা ব্রিজের নিকট ও দৌলতদিয়াড়ে ব্যাটারী চালিত ইজিবাইক, অবৈধ আলমসাধু, করিমনসহ ট্রাক থামিয়ে চাঁদা তোলার বিষয়ে ব্যবস্থা গ্রহনসহ শিঘ্রই অবৈধ যানবহনের বিরুদ্ধে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। এছাড়াও সর্বগ্রাসী মাদক একটি সম্ভাবনাময় রাষ্ট্রকেও ধ্বংস করে দিতে পারে। যে কোন মূল্যে মাদকের ছোবল থেকে আমাদের আপন জন ও প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হবে। তাই মাদকমুক্ত চুয়াডাঙ্গা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। চোরাচালান রোধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের ধরতে পুলিশি অভিযান জোরদার করতে হবে। চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস দালালমুক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া শহরে যানজট রক্ষার্থে অবৈধ যান আটক ও জরিমানা করতে হবে। সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রচার-প্রচারণা, মিছিল-মিটিং নিষিদ্ধ। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি প্রতীক বরাদ্দের আগে নির্বাচন ঘিরে প্রচার চালিয়ে থাকলে তা আচরণ বিধিমালার লঙ্ঘন হবে। আমরা সব রিটার্নিং কর্মকর্তাকে বলেছি, প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার জন্য, তারা (ম্যাজিস্ট্রেট) আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেবেন।
পুলিশকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল আর সভা-সমাবেশ না করে। তিনি বলেন, আমাদের পক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করবে। যদি কেউ সভা করতে চাই তাইলে জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে। এছাড়াও ধারাবাহিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বক্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন এনএসআই’র উপ-পরিচালক জাফর ইকবাল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি সহকারি অধ্যাপক (বাংলা) জাহিদুল হাসান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, চুয়াডাঙ্গা পৌরসভার প্রতিনিধি প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, জেলা মৎস্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদার, সদর উপজেলার নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, জীবননগর উপজেলার নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন দত্ত্ব, আনসার ভিডিপি জেলা কমান্ডার রেজাউল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন যুমহত, জেলা কারাগারের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম, জেলা জজ কোর্টের পিপি আবু তালেব বিশ্বাস, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি সগির আহমেদ জোয়ার্দ্দার, জেলা বিআরটিএ সহকারি পরিচালক আতিয়ার রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মিজানুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি মসলেম উদ্দিনসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।


মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. জি কে এম সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলো নির্বাহী অফিসার মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আযম, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিকাশ কুমার রায়, জেলা জজ কোর্টের পিপি পল্লব ভট্রাচার্য, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান প্রমূখ।