ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুর আমঝুপি থেকে তিনটি গরু চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৪১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
  • / ২৯১ বার পড়া হয়েছে

বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তরপাড়া থেকে গতকাল বৃহস্পতিবার তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি গরুর মূল্য আনুমানিক ৮০ থেকে ৯০ হাজার টাকা করে হবে বলে জানিয়েছেন গরুর মালিকরা। গত বুধবার দিবাগত মধ্যরাতে সংঘবদ্ধ চোর চক্র এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয়রা জানায়, আমঝুপি উত্তরপাড়ার মহাদ্দেস হোসেন, সাদু মন্ডল ও রমিজ হোসেন এই তিনজন কৃষিকাজের পাশাপাশি গরু পালন করে কোরবানী ঈদ উপলক্ষে বিক্রি করে। রাতে তাদের গরু তিনটি সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যায়। গ্রামবাসী জানতে পেরে প্রতিরোধ করার আগেই চোররা এলাকা থেকে পালিয়ে যায়।
গরুর মালিক মহাদ্দেস হোসেন জানান, তার একটিসহ একই পাড়া থেকে তিনটি গরু চুরি হয়েছে। একেকটি গরু ৮০ থেকে ৯০ হাজার টাকা মুল্য হবে। গরু গুলো আগামী কোরবানীর হাটে বিক্রি করার জন্য তারা পালন করছিলেন বলে জানান। এ ব্যপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, গরু চুরির ঘটনা পুলিশ জানে না। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুর আমঝুপি থেকে তিনটি গরু চুরি

আপলোড টাইম : ০৫:৪১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭

বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তরপাড়া থেকে গতকাল বৃহস্পতিবার তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি গরুর মূল্য আনুমানিক ৮০ থেকে ৯০ হাজার টাকা করে হবে বলে জানিয়েছেন গরুর মালিকরা। গত বুধবার দিবাগত মধ্যরাতে সংঘবদ্ধ চোর চক্র এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয়রা জানায়, আমঝুপি উত্তরপাড়ার মহাদ্দেস হোসেন, সাদু মন্ডল ও রমিজ হোসেন এই তিনজন কৃষিকাজের পাশাপাশি গরু পালন করে কোরবানী ঈদ উপলক্ষে বিক্রি করে। রাতে তাদের গরু তিনটি সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যায়। গ্রামবাসী জানতে পেরে প্রতিরোধ করার আগেই চোররা এলাকা থেকে পালিয়ে যায়।
গরুর মালিক মহাদ্দেস হোসেন জানান, তার একটিসহ একই পাড়া থেকে তিনটি গরু চুরি হয়েছে। একেকটি গরু ৮০ থেকে ৯০ হাজার টাকা মুল্য হবে। গরু গুলো আগামী কোরবানীর হাটে বিক্রি করার জন্য তারা পালন করছিলেন বলে জানান। এ ব্যপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, গরু চুরির ঘটনা পুলিশ জানে না। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।