ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুর আইনজীবী সমিতির মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
  • / ২০২ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
আগামী ১৫ জুন থেকে সামাজিক দূরত্ব মেনে নিয়মিত আদালত চালুর দাবি এবং রংপুরে আইনজীবী হত্যার বিচারের দবিতে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনের সড়কে আইনজীবীরা এ কর্মসূচি পালন করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহম্মদ বিজনের নেতৃত্বে মানববন্ধনে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সালেহ মো. নাসিম, সাবেক সভাপতি অ্যাড. রহমতুল্লাহ, সাবেক সভাপতি অ্যাড. মোখলেসুর রহমান, সাবেক সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুল আযম খোকন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. আফরোজা বেগম ফাতেমা, অ্যাড. মাহবুবুর রহমান মুকুল, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. আব্দুল মান্নান, অ্যাড. ফরিদ উদ্দিন, অ্যাড. জিল্লুর রহমান, অ্যাড. আদিল করিম, অ্যাড. রমজান আলী, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. এহান উদ্দিন মনা, অ্যাড. সাদ্দাম হোসেন, অ্যাড. আলমগীর ইকবালসহ আইনজীবীরা অংশ নেন।
মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহম্মদ বিজন বলেন, ‘১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ভার্চুয়াল কোর্টের মাধ্যমে আদালত চালু রয়েছে। আমরা ওই পদ্ধতিকে আর না বাড়িয়ে স্বাভাবিক পদ্ধতিতে ব্যক্তিগত সুরক্ষা মেনে আদালত চালু রাখার দাবি জানাচ্ছি।’ তিনি আরও বলেন, রংপুরের আইনজীবী আসাদুল হক হত্যা মামলার আসামিদের দ্রত আটক করায় রংপুরের পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত চার্জশিট প্রদানের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এদিকে, মেহেরপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য জানান, ‘সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা ভার্চুয়াল কোর্টে সবাই অংশ নিচ্ছি। সুপ্রিম কোর্টের নির্দেশনার বাইরে কারোর কিছু করার নেই।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুর আইনজীবী সমিতির মানববন্ধন

আপলোড টাইম : ০৯:১৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০

মেহেরপুর অফিস:
আগামী ১৫ জুন থেকে সামাজিক দূরত্ব মেনে নিয়মিত আদালত চালুর দাবি এবং রংপুরে আইনজীবী হত্যার বিচারের দবিতে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনের সড়কে আইনজীবীরা এ কর্মসূচি পালন করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহম্মদ বিজনের নেতৃত্বে মানববন্ধনে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সালেহ মো. নাসিম, সাবেক সভাপতি অ্যাড. রহমতুল্লাহ, সাবেক সভাপতি অ্যাড. মোখলেসুর রহমান, সাবেক সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুল আযম খোকন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. আফরোজা বেগম ফাতেমা, অ্যাড. মাহবুবুর রহমান মুকুল, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. আব্দুল মান্নান, অ্যাড. ফরিদ উদ্দিন, অ্যাড. জিল্লুর রহমান, অ্যাড. আদিল করিম, অ্যাড. রমজান আলী, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. এহান উদ্দিন মনা, অ্যাড. সাদ্দাম হোসেন, অ্যাড. আলমগীর ইকবালসহ আইনজীবীরা অংশ নেন।
মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহম্মদ বিজন বলেন, ‘১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ভার্চুয়াল কোর্টের মাধ্যমে আদালত চালু রয়েছে। আমরা ওই পদ্ধতিকে আর না বাড়িয়ে স্বাভাবিক পদ্ধতিতে ব্যক্তিগত সুরক্ষা মেনে আদালত চালু রাখার দাবি জানাচ্ছি।’ তিনি আরও বলেন, রংপুরের আইনজীবী আসাদুল হক হত্যা মামলার আসামিদের দ্রত আটক করায় রংপুরের পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত চার্জশিট প্রদানের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এদিকে, মেহেরপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য জানান, ‘সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা ভার্চুয়াল কোর্টে সবাই অংশ নিচ্ছি। সুপ্রিম কোর্টের নির্দেশনার বাইরে কারোর কিছু করার নেই।’