ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
  • / ১৯০ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
মেহেরপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে হালিমা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী হাফিজুল ইসলাম (৩৭) আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, মেহেরপুর-মহাজনপুর সড়কের কোলা গ্রামের গাবতলা নামক স্থানে বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে ইজিবাইক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাফিজুল ইসলামের স্ত্রী হালিমা খাতুনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং তাঁর স্বামী আহত হন। নিহত হালিমা খাতুন মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী। জানা গেছে, কোমরপুর গ্রামের ফজলুর ছেলে হাফিজুল ইসলাম খোকন তাঁর স্ত্রী হালিমা খাতুনকে নিয়ে মোটরসাইকেলযোগে তাঁর শ্বশুরবাড়ি সদর উপজেলার রায়পুর গ্রামের ফরজ আলীর বাড়িতের উদ্দেশ্য রওনা দেন। পথের মধ্যে কোলা গ্রামে বিপরীতমুখী একটি ইজিবাইকে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে হালিমা খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে হাফিজুলকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে, ইজিবাইকচালক ইজিবাইকটি ফেলে রেখে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গৃহবধূর লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমরা ইজিবাইকটি আটকের জন্য অভিযান চালাচ্ছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

আপলোড টাইম : ০৯:১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

মেহেরপুর অফিস:
মেহেরপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে হালিমা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী হাফিজুল ইসলাম (৩৭) আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, মেহেরপুর-মহাজনপুর সড়কের কোলা গ্রামের গাবতলা নামক স্থানে বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে ইজিবাইক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাফিজুল ইসলামের স্ত্রী হালিমা খাতুনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং তাঁর স্বামী আহত হন। নিহত হালিমা খাতুন মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী। জানা গেছে, কোমরপুর গ্রামের ফজলুর ছেলে হাফিজুল ইসলাম খোকন তাঁর স্ত্রী হালিমা খাতুনকে নিয়ে মোটরসাইকেলযোগে তাঁর শ্বশুরবাড়ি সদর উপজেলার রায়পুর গ্রামের ফরজ আলীর বাড়িতের উদ্দেশ্য রওনা দেন। পথের মধ্যে কোলা গ্রামে বিপরীতমুখী একটি ইজিবাইকে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে হালিমা খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে হাফিজুলকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে, ইজিবাইকচালক ইজিবাইকটি ফেলে রেখে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গৃহবধূর লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমরা ইজিবাইকটি আটকের জন্য অভিযান চালাচ্ছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’