ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • / ২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে পেঁপে ও মাল্টা খাওয়ার লোভ দেখিয়ে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাইনুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার মাঠে পাকা পেঁপে ও মাল্টা খাওয়ানোর লোভ দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টা করেন মাইনুল ইসলাম। অভিযুক্ত মাইনুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার টেঙ্গারমাঠ গ্রামের শিশিরপাড়ার ইছাহক আলী ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রীকে পাকা পেঁপে ও মাল্টা খাওয়ানোর নাম করে মাঠে ডেকে নিয়ে যান মাইনুল ইসলাম। মাঠে নিয়ে ধর্ষণচেষ্টা করলে ওই স্কুলছাত্রীর আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মাইনুল ইসলাম পালিয়ে যান। পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। মাইনুল ইসলাম তিন সন্তানের জনক ও পেশায় একজন দিনমজুর। তাঁর বিরুদ্ধে ইতঃপূর্বে আরও নানা অভিযোগ রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বৈকণ্ঠপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল মতিন জানান, ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত২০০৩) এর ৯ এর ৪(খ) একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৩২, তারিখ-২০.০৯.২০২২ইং। পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে। পরে বিকেলের দিকে তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে নিলে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মাইনুল ইসলামকে আটকের জন্য চেষ্টা করছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

আপলোড টাইম : ১২:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে পেঁপে ও মাল্টা খাওয়ার লোভ দেখিয়ে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাইনুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার মাঠে পাকা পেঁপে ও মাল্টা খাওয়ানোর লোভ দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টা করেন মাইনুল ইসলাম। অভিযুক্ত মাইনুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার টেঙ্গারমাঠ গ্রামের শিশিরপাড়ার ইছাহক আলী ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রীকে পাকা পেঁপে ও মাল্টা খাওয়ানোর নাম করে মাঠে ডেকে নিয়ে যান মাইনুল ইসলাম। মাঠে নিয়ে ধর্ষণচেষ্টা করলে ওই স্কুলছাত্রীর আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মাইনুল ইসলাম পালিয়ে যান। পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। মাইনুল ইসলাম তিন সন্তানের জনক ও পেশায় একজন দিনমজুর। তাঁর বিরুদ্ধে ইতঃপূর্বে আরও নানা অভিযোগ রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বৈকণ্ঠপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল মতিন জানান, ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত২০০৩) এর ৯ এর ৪(খ) একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৩২, তারিখ-২০.০৯.২০২২ইং। পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে। পরে বিকেলের দিকে তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে নিলে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মাইনুল ইসলামকে আটকের জন্য চেষ্টা করছে পুলিশ।