ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • / ১৯৪ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি জুমের মাধ্যমে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেছেন। ২০২০-২০২১ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০২০-২০২১ মৌসুমে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ ও পরবর্তী খরিপ-১ মৌসুমী গ্রীষ্মকালীন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জুমের মাধ্যমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স্বপনকুমার খাঁ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, কৃষি অফিসার নাসরিন পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন। বীজ বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলার ৪ হাজার ৭৭০ জন চাষিদের ২ কেজি করে ধান বীজ, ১৫ কেজি করে গমের বীজ, ২ কেজি করে ভুট্টা বীজ, ২ কেজি করে সরিষা বীজ, ১ কেজি করে মুগ বীজ ও ২৫০ গ্রাম করে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন

আপলোড টাইম : ১০:২৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

মেহেরপুর অফিস:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি জুমের মাধ্যমে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেছেন। ২০২০-২০২১ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০২০-২০২১ মৌসুমে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ ও পরবর্তী খরিপ-১ মৌসুমী গ্রীষ্মকালীন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জুমের মাধ্যমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স্বপনকুমার খাঁ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, কৃষি অফিসার নাসরিন পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন। বীজ বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলার ৪ হাজার ৭৭০ জন চাষিদের ২ কেজি করে ধান বীজ, ১৫ কেজি করে গমের বীজ, ২ কেজি করে ভুট্টা বীজ, ২ কেজি করে সরিষা বীজ, ১ কেজি করে মুগ বীজ ও ২৫০ গ্রাম করে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়।