ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
  • / ৩০৭ বার পড়া হয়েছে

অনুদান ও দুস্থ রোগীদের মাঝে চেক বিতরণ
মেহেরপুর অফিস:
মেহেরপুরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদান ও এলাকার দুস্থ ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, বর্তমান সরকার দুস্থ ও অসহায় মানুষকে ভাতা দিয়ে তাদের ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে। আগামিতে যাতে আরো বেশি অসহায় ও দুস্থ মানুষেরা ভাতা পেতে পারে সে ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই আমাদের এই এলাকার মানুষ ভালো খাকুক, শান্তিতে থাকুক। তারা যেন অর্থ কষ্টে না ভোগে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত দুস্থ ও অসহায় রোগীদের মাঝে অর্থ সহায়তায়র চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ রায়ের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম। অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, সিরোসিস, ষ্ট্রোক, প্যারালাইসড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৪৭ জনকে ৫০ হাজার টাকা করে ২৩ লাখ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন রোগে আক্রান্ত ২৮৩ জনের মাঝে ৫শ’ টাকা করে ১ লাখ ৪১ হাজার ৫শ’ টাকার চেক বিতরন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের

আপলোড টাইম : ০৯:২৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯

অনুদান ও দুস্থ রোগীদের মাঝে চেক বিতরণ
মেহেরপুর অফিস:
মেহেরপুরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদান ও এলাকার দুস্থ ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, বর্তমান সরকার দুস্থ ও অসহায় মানুষকে ভাতা দিয়ে তাদের ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে। আগামিতে যাতে আরো বেশি অসহায় ও দুস্থ মানুষেরা ভাতা পেতে পারে সে ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই আমাদের এই এলাকার মানুষ ভালো খাকুক, শান্তিতে থাকুক। তারা যেন অর্থ কষ্টে না ভোগে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত দুস্থ ও অসহায় রোগীদের মাঝে অর্থ সহায়তায়র চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ রায়ের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম। অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, সিরোসিস, ষ্ট্রোক, প্যারালাইসড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৪৭ জনকে ৫০ হাজার টাকা করে ২৩ লাখ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন রোগে আক্রান্ত ২৮৩ জনের মাঝে ৫শ’ টাকা করে ১ লাখ ৪১ হাজার ৫শ’ টাকার চেক বিতরন করা হয়।