ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে প্রধান শিক্ষকের অন্যত্র বদলি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
  • / ১৭২ বার পড়া হয়েছে

জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ না করায় শাস্তি
মেহেরপুর অফিস:
তদন্ত শেষে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামস আরা বেগমকে অন্যত্র বদলি করা হয়েছে। জাতীয় শোক দিবসের মতো অনুষ্ঠানকে অবজ্ঞা করে অনুষ্ঠানে অনুপস্থিত থাকাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ার কারণে সামস আরা বেগমকে মুন্সিগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। সামস আরা বেগমের স্থলাভিষিক্ত হয়েছেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুজ্জামান।
উল্লেখ্য, মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামস আরা বেগম গত বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ না করা এবং নিজপ্রতিষ্ঠানে অনুপস্থিত থাকায় তদন্ত কমিটি গঠন করা হয়। গত বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কয়েকদিন পূর্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামস আরা বেগম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত না করে মেহেরপুর ত্যাগ করেন। পরে শোক দিবসের কয়েকদিন পর তিনি তার কর্মস্থল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আসেন। জাতীয় শোক দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিবসে তিনি অনুপস্থিত থাকার বিষয়টি জানাজানি হওয়ার পর মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। তারই পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদিরকে তদন্তভার দেওয়া হয়।
এদিকে, সামস আরা বেগম মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে তিনি অবৈধভাবে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একটি কক্ষ দখল করে সেখানে বসবাস করাসহ নানা ধরণের অনিয়মের অভিযোগ অভিভাবকদের।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে প্রধান শিক্ষকের অন্যত্র বদলি

আপলোড টাইম : ১০:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০

জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ না করায় শাস্তি
মেহেরপুর অফিস:
তদন্ত শেষে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামস আরা বেগমকে অন্যত্র বদলি করা হয়েছে। জাতীয় শোক দিবসের মতো অনুষ্ঠানকে অবজ্ঞা করে অনুষ্ঠানে অনুপস্থিত থাকাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ার কারণে সামস আরা বেগমকে মুন্সিগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। সামস আরা বেগমের স্থলাভিষিক্ত হয়েছেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুজ্জামান।
উল্লেখ্য, মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামস আরা বেগম গত বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ না করা এবং নিজপ্রতিষ্ঠানে অনুপস্থিত থাকায় তদন্ত কমিটি গঠন করা হয়। গত বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কয়েকদিন পূর্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামস আরা বেগম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত না করে মেহেরপুর ত্যাগ করেন। পরে শোক দিবসের কয়েকদিন পর তিনি তার কর্মস্থল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আসেন। জাতীয় শোক দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিবসে তিনি অনুপস্থিত থাকার বিষয়টি জানাজানি হওয়ার পর মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। তারই পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদিরকে তদন্তভার দেওয়া হয়।
এদিকে, সামস আরা বেগম মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে তিনি অবৈধভাবে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একটি কক্ষ দখল করে সেখানে বসবাস করাসহ নানা ধরণের অনিয়মের অভিযোগ অভিভাবকদের।