ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

মেহেরপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে ডিসি

খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ১০:৪০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • / ২ বার পড়া হয়েছে

৫১তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া পরিষদের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এর আগে একটি র‌্যালি বের করা হয়।
এসময় মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ এবং জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা কুচকাওয়াজ প্রদর্শন করে। জেলা প্রশাসক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, খেলাধুলা একটি শারীরিক ব্যায়াম। খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে শরীর ও মন ভালো থাকে। এখনকার স্কুল-কলেজের ছেলেমেয়েরা যেন মোবাইল আসক্ত হয়ে পড়েছে, পরিবারের সদস্যদের কে সচেতন হতে হবে গার্জিয়ানদের সতর্ক হতে হবে। মোবাইল থেকে এদের দূরে রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি যদি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে শারীরিক ও মানসিকভাবে উৎফুল্লভাবে চলতে পারবে। এবং মেধার বিকাশ ঘটবে।
এসময় জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন, মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক, কামদেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে ডিসি

খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে

আপলোড টাইম : ১০:৪০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

৫১তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া পরিষদের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এর আগে একটি র‌্যালি বের করা হয়।
এসময় মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ এবং জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা কুচকাওয়াজ প্রদর্শন করে। জেলা প্রশাসক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, খেলাধুলা একটি শারীরিক ব্যায়াম। খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে শরীর ও মন ভালো থাকে। এখনকার স্কুল-কলেজের ছেলেমেয়েরা যেন মোবাইল আসক্ত হয়ে পড়েছে, পরিবারের সদস্যদের কে সচেতন হতে হবে গার্জিয়ানদের সতর্ক হতে হবে। মোবাইল থেকে এদের দূরে রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি যদি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে শারীরিক ও মানসিকভাবে উৎফুল্লভাবে চলতে পারবে। এবং মেধার বিকাশ ঘটবে।
এসময় জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন, মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক, কামদেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।