ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে এক ব্যক্তির ৪ বছরের কারাদণ্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • / ১৪১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. তারেক হাসান এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামী আশরাফুল ইসলাম কুলবাড়িয়া গ্রামের আইন উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ মার্চ মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে আবু বক্কর, কামাল হোসেন, রায়হানুল ও হাবিল উদ্দিন কাজ করার উদ্দেশ্যে মাঠে রওনা দেন, পথিমধ্যে আইনুদ্দিন মন্ডলের ছেলে শহিদুল, আশরাফুল ও ফিরোজসহ তাঁদের লোকজন অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় রায়হানুলসহ কয়েকজন ব্যক্তি আহত হয়। পরে আজিজুল হক বাদী হয়ে ২৩ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোট ১১জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি আশরাফুল দোষী প্রমাণিত হওয়ায় আদালত আশরাফুলকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন। মামলায় রাষ্ট্রপক্ষে সরকারি পাবলিক প্রসিকিউটর নার্গিস পারভীন এবং আসামি পক্ষে অ্যাডভোকেট ফরিদ উদ্দিন কৌঁশলী ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে এক ব্যক্তির ৪ বছরের কারাদণ্ড

আপলোড টাইম : ১০:৩৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০

প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. তারেক হাসান এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামী আশরাফুল ইসলাম কুলবাড়িয়া গ্রামের আইন উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ মার্চ মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে আবু বক্কর, কামাল হোসেন, রায়হানুল ও হাবিল উদ্দিন কাজ করার উদ্দেশ্যে মাঠে রওনা দেন, পথিমধ্যে আইনুদ্দিন মন্ডলের ছেলে শহিদুল, আশরাফুল ও ফিরোজসহ তাঁদের লোকজন অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় রায়হানুলসহ কয়েকজন ব্যক্তি আহত হয়। পরে আজিজুল হক বাদী হয়ে ২৩ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোট ১১জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি আশরাফুল দোষী প্রমাণিত হওয়ায় আদালত আশরাফুলকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন। মামলায় রাষ্ট্রপক্ষে সরকারি পাবলিক প্রসিকিউটর নার্গিস পারভীন এবং আসামি পক্ষে অ্যাডভোকেট ফরিদ উদ্দিন কৌঁশলী ছিলেন।