ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে আদম ব্যবসায়ীর জেল-জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • / ১২৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মেহেরপুর:
বিদেশে পাঠানোর নাম করে এক ব্যক্তিকে মালয়েশিয়া দালালের কাছে বিক্রি মামলায় ইশার উদ্দিন নামের এক ব্যক্তিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. তরিদুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ইশার উদ্দিন মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের জিব্রাইল হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৩০ জুন ভবেরপাড়া গ্রামের জিব্রাইল হোসেনের ছেলে ইশার উদ্দিন একই গ্রামের গোলাম মোল্লার ছেলে শরিফুল ইসলামকে মালয়েশিয়াতে ভালো চাকরি দেওয়ার নাম করে প্রথমে ১ লাখ ৮০ হাজার টাকা এবং পরে ২০১৬ সালের ১০ জুলাই বাকি ২ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করে। একই সালের ২০ সেপ্টেম্বর প্রথমে ঢাকা এবং পরদিন মালয়েশিয়ায় নিয়ে যায়। মালয়েশিয়ার কতিপয় দালাল তাঁকে ২ মাস আটকে রাখে। পরে শরিফুল ইসলাম কৌশলে সেখান থেকে পালিয়ে দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে ইশার উদ্দিনের কাছে বিদেশ যাওয়া বাবদ টাকা ফেরত চাইলে তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করে।
এ ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে ২০১৭ সালের ৯ মে মেহেরপুর মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে আদম ব্যবসায়ীর জেল-জরিমানা

আপলোড টাইম : ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

প্রতিবেদক, মেহেরপুর:
বিদেশে পাঠানোর নাম করে এক ব্যক্তিকে মালয়েশিয়া দালালের কাছে বিক্রি মামলায় ইশার উদ্দিন নামের এক ব্যক্তিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. তরিদুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ইশার উদ্দিন মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের জিব্রাইল হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৩০ জুন ভবেরপাড়া গ্রামের জিব্রাইল হোসেনের ছেলে ইশার উদ্দিন একই গ্রামের গোলাম মোল্লার ছেলে শরিফুল ইসলামকে মালয়েশিয়াতে ভালো চাকরি দেওয়ার নাম করে প্রথমে ১ লাখ ৮০ হাজার টাকা এবং পরে ২০১৬ সালের ১০ জুলাই বাকি ২ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করে। একই সালের ২০ সেপ্টেম্বর প্রথমে ঢাকা এবং পরদিন মালয়েশিয়ায় নিয়ে যায়। মালয়েশিয়ার কতিপয় দালাল তাঁকে ২ মাস আটকে রাখে। পরে শরিফুল ইসলাম কৌশলে সেখান থেকে পালিয়ে দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে ইশার উদ্দিনের কাছে বিদেশ যাওয়া বাবদ টাকা ফেরত চাইলে তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করে।
এ ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে ২০১৭ সালের ৯ মে মেহেরপুর মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।