ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেধা বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • / ২৫২ বার পড়া হয়েছে

ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, ‘মেধা বিকাশের ক্ষেত্রে শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে। আজকে যারা বিজয়ী হতে পারোনি, তোমরা খেলাধুলা আরও ভালোভাবে চালিয়ে যাও। তাহলে আগামীতে তোমরাও বিজয়ী হতে পারবে।’ তিনি বলেন, ‘তোমাদের সহপাঠী ইতি এখন সারা দেশের গর্ব। সে বাল্যবিবাহর আসর থেকে পালিয়ে এসএ গেমসে তিনটি স্বর্ণ ছিনিয়ে এনেছে। তার মতো তোমরাও পারবে। স্বপ্ন দেখ বড় বড়, আর তা বাস্তবায়নে কাজ কর। মনে রাখবে, একদিন তোমরাও পারবে।’ এ সময় তিনি শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনারা মানুষ গড়ার কারিগর। আপনাদের দেওয়া শিক্ষা অনুযায়ী বাচ্চা বড় হবে। তাদেরকে প্রকৃত মানুষ করে গড়ে তোলার দায়িত্ব আপনাদের। শিক্ষার্থীদের বই পড়তে উদ্বুদ্ধ করুন।’ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন, ‘আপনারা যাঁরা অভিভাবক আছেন, নিজেদের সন্তানকে সঠিক শিক্ষা দিন। পরিবার প্রথম শিক্ষাকেন্দ্র। এখান থেকেই বাচ্চারা সঠিক শিক্ষা যেন পায়, সেটির দিকে খেয়াল রাখবেন। বাল্যবিবাহ দিবেন না, বাল্যবিবাহে উদ্বুদ্ধও করবেন না।’
গতকাল বুধবার সকাল নয়টায় চাঁদমারি মাঠে জাতীয় পতাকা, অলিম্পিক, ক্রীড়া ও সংশ্লিষ্ট পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও অলিম্পিকের পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক রেবেকা সুলতানা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম।
পরে ৩৬টি ইভেন্টে শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে খেলাধুলায় অংশগ্রহণ করে। এর আগে সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতায় ২২টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। দিনব্যাপী খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা করেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শামসুন্নাহার শিলা। বেলা ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল, চুয়াডাঙ্গা জজ কোর্টের পিপি অ্যাড. বেলাল হোসেন, স্পেশাল পিপি অ্যাড. আবু তালেব বিশ্বাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাহাতাব উদ্দীন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মাহজেবিন, আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরল ইসলাম, অ্যাড. তালিম হোসেন, অ্যাড. এস এম আসাদুজ্জামান, অ্যাড. আ স ম আব্দুর রউফ, শামিম রেজা প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থপনা করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেধা বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে

আপলোড টাইম : ১২:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০

ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, ‘মেধা বিকাশের ক্ষেত্রে শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে। আজকে যারা বিজয়ী হতে পারোনি, তোমরা খেলাধুলা আরও ভালোভাবে চালিয়ে যাও। তাহলে আগামীতে তোমরাও বিজয়ী হতে পারবে।’ তিনি বলেন, ‘তোমাদের সহপাঠী ইতি এখন সারা দেশের গর্ব। সে বাল্যবিবাহর আসর থেকে পালিয়ে এসএ গেমসে তিনটি স্বর্ণ ছিনিয়ে এনেছে। তার মতো তোমরাও পারবে। স্বপ্ন দেখ বড় বড়, আর তা বাস্তবায়নে কাজ কর। মনে রাখবে, একদিন তোমরাও পারবে।’ এ সময় তিনি শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনারা মানুষ গড়ার কারিগর। আপনাদের দেওয়া শিক্ষা অনুযায়ী বাচ্চা বড় হবে। তাদেরকে প্রকৃত মানুষ করে গড়ে তোলার দায়িত্ব আপনাদের। শিক্ষার্থীদের বই পড়তে উদ্বুদ্ধ করুন।’ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন, ‘আপনারা যাঁরা অভিভাবক আছেন, নিজেদের সন্তানকে সঠিক শিক্ষা দিন। পরিবার প্রথম শিক্ষাকেন্দ্র। এখান থেকেই বাচ্চারা সঠিক শিক্ষা যেন পায়, সেটির দিকে খেয়াল রাখবেন। বাল্যবিবাহ দিবেন না, বাল্যবিবাহে উদ্বুদ্ধও করবেন না।’
গতকাল বুধবার সকাল নয়টায় চাঁদমারি মাঠে জাতীয় পতাকা, অলিম্পিক, ক্রীড়া ও সংশ্লিষ্ট পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও অলিম্পিকের পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক রেবেকা সুলতানা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম।
পরে ৩৬টি ইভেন্টে শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে খেলাধুলায় অংশগ্রহণ করে। এর আগে সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতায় ২২টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। দিনব্যাপী খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা করেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শামসুন্নাহার শিলা। বেলা ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল, চুয়াডাঙ্গা জজ কোর্টের পিপি অ্যাড. বেলাল হোসেন, স্পেশাল পিপি অ্যাড. আবু তালেব বিশ্বাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাহাতাব উদ্দীন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মাহজেবিন, আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরল ইসলাম, অ্যাড. তালিম হোসেন, অ্যাড. এস এম আসাদুজ্জামান, অ্যাড. আ স ম আব্দুর রউফ, শামিম রেজা প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থপনা করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।