ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেক্সিকোর গুয়ানাজুয়াতোর গণকবরে তরুণদের মরদেহ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • / ১৩৮ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিবেদন:
মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যে গণকবর থেকে কমপক্ষে ৫৯টি মানুষের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সরকারি জাতীয় অনুসন্ধান কমিশন (সিএনবি)। সিএনবির প্রধান করলা কুইন্টানা এক বিবৃতিতে বলেন, ‘গোপন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী অভিযান চালিয়ে বিভিন্ন কবর থেকে ৯টি মরদেহ উদ্ধার করি। এমন আরও কিছু বিষয় রয়েছে যার উপর আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘মরদেহগুলোর মধ্যে বেশিরভাগই তরুণদের যারা খুব অল্প বয়সী।’ সিএনবির তথ্যমতে, ৮০ জনেরও বেশি লোক কয়েকটি দলে ভাগ হয়ে অনুসন্ধানে নেমেছিল। কমপক্ষে ৫২টি জায়গা খনন করার পর মরদেহগুলো পান তারা। সম্প্রতি কয়েকমাস ধরে গুয়ানাজুয়াতো রাজ্যে সহিংসতার হার অনেকাংশেই বেড়েছে। জালিস্কো রাজ্য মেক্সিকোর কুখ্যাত মাদকচক্রের আবাস, যাদের নেতা ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত নেমেসিও অসেগুরা কারভানতেস। সান্তা রোজা ডি লিমা এবং জালিস্কো নুভা জেনারসিওনের মাদকচক্রগুলোর মধ্যে মাদক ও জ্বালানী পাচার নিয়ে কিছুদিন পর পর যুদ্ধ হয়। সাধারণত অপরাধ ও মাদকচক্রের সঙ্গে জড়িতরা হত্যার পর মরদেহ লুকাতে এ জায়গাগুলো ব্যবহার করে। চলতি বছরের মে মাসে জলিসকো রাজ্যের পশ্চিম মেক্সিকান শহর গুয়াদালাজারার বাইরে একটি গণকবরে কমপক্ষে ২৫ জনের লাশ পড়ে থাকতে দেখা গেছে। এর আগে ২০১৭ সালে ভেরাক্রুজে আরও ২৫০ জনের লাশ পাওয়া যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেক্সিকোর গুয়ানাজুয়াতোর গণকবরে তরুণদের মরদেহ

আপলোড টাইম : ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০

বিশ্ব প্রতিবেদন:
মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যে গণকবর থেকে কমপক্ষে ৫৯টি মানুষের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সরকারি জাতীয় অনুসন্ধান কমিশন (সিএনবি)। সিএনবির প্রধান করলা কুইন্টানা এক বিবৃতিতে বলেন, ‘গোপন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী অভিযান চালিয়ে বিভিন্ন কবর থেকে ৯টি মরদেহ উদ্ধার করি। এমন আরও কিছু বিষয় রয়েছে যার উপর আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘মরদেহগুলোর মধ্যে বেশিরভাগই তরুণদের যারা খুব অল্প বয়সী।’ সিএনবির তথ্যমতে, ৮০ জনেরও বেশি লোক কয়েকটি দলে ভাগ হয়ে অনুসন্ধানে নেমেছিল। কমপক্ষে ৫২টি জায়গা খনন করার পর মরদেহগুলো পান তারা। সম্প্রতি কয়েকমাস ধরে গুয়ানাজুয়াতো রাজ্যে সহিংসতার হার অনেকাংশেই বেড়েছে। জালিস্কো রাজ্য মেক্সিকোর কুখ্যাত মাদকচক্রের আবাস, যাদের নেতা ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত নেমেসিও অসেগুরা কারভানতেস। সান্তা রোজা ডি লিমা এবং জালিস্কো নুভা জেনারসিওনের মাদকচক্রগুলোর মধ্যে মাদক ও জ্বালানী পাচার নিয়ে কিছুদিন পর পর যুদ্ধ হয়। সাধারণত অপরাধ ও মাদকচক্রের সঙ্গে জড়িতরা হত্যার পর মরদেহ লুকাতে এ জায়গাগুলো ব্যবহার করে। চলতি বছরের মে মাসে জলিসকো রাজ্যের পশ্চিম মেক্সিকান শহর গুয়াদালাজারার বাইরে একটি গণকবরে কমপক্ষে ২৫ জনের লাশ পড়ে থাকতে দেখা গেছে। এর আগে ২০১৭ সালে ভেরাক্রুজে আরও ২৫০ জনের লাশ পাওয়া যায়।