ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জের মাদারহুদায় স্বেচ্ছাসেবক লীগের সভায় বাধাদান নিয়ে উত্তেজনা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
  • / ৩২২ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি/মুন্সীগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের মাদারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সভায় বাধাদান ও এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার সংবাদ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষের সাথে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিদের মতদ্বন্দ্বের সৃষ্টি হলে একপর্যায়ে সভা সংক্ষিপ্ত করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা স্কুল প্রাঙ্গণ ত্যাগ করে চলে আসে। এছাড়া অভিযোগ উঠে স্বেচ্ছাসেবক লীগের সভা চলাকালে মাদারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যনিজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম স্কুলে গিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিদের কাছে জানতে চাই, স্কুলের শ্রেণীকক্ষের চাবি কোথায় পেল ও কার অনুমতিতে স্কুলে সভা করছে। ম্যনিজিং কমিটির সভাপতির এমন প্রশ্ন করা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষের সাথে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিদের মূলত বাকবিতন্ডা বাধে। এ ঘটনার পরে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা সন্ধ্যা ৭টার দিকে জেহালা ইউনিয়নের বড়পুটিমারী গ্রামের বান্দা বটতলায় আগে থেকে নির্ধারিত সভা করার জন্য উপস্থিত হলে আলমডাঙ্গা থানা পুলিশের অনুরোধে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, মাদারহুদা ও বড়পুটিমারীর ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষের নেতাকর্মিরা মুন্সিগঞ্জ পশুহাটস্থ জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। এসময় স্থানীয় আওয়ামী লীগের ওই পক্ষের নেতাকর্মিরা বিক্ষোভ করতে থাকলে ঘটনাস্থলে আলমডাঙ্গা থানা পুলিশের ওসি আবু জিহাদ খান, ওসি তদন্ত লুৎফুন কবীর, সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, এসআই জিয়া, এসআই গিয়াস, এসআই ইকরামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যেয়ে উপস্থিত নেতাকর্মিদের ঘটনাস্থল ত্যাগ করার নির্দেশ দিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
এ ব্যপারে জানতে চাইলে মাদারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যনিজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের কিছু না জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা শ্রেণীকক্ষের বেঞ্চ বাইরে বের করে অনুষ্ঠানের আয়োজন করে। তাই স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ গ্রামবাসী স্বেচ্ছাসেবক লীগের এই অনুষ্ঠান আয়োজন ভালোভাবে নেয়নি।
এ ব্যপারে মাদারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দিলরুবা খাতুন সাংবাদিকদের বলেন, স্কুলে স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানের কথা আমাকে কেউ কিছুই জানাইনি। এবিষয়ে আমি কিছুই জানিনা।
আলমডাঙ্গা থানা পুলিশের ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, স্কুল কর্তৃপক্ষেকে না জানিয়ে স্কুল প্রাঙ্গনে স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠান করায় সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিলো। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত আছে। এব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। তবে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুন্সিগঞ্জের মাদারহুদায় স্বেচ্ছাসেবক লীগের সভায় বাধাদান নিয়ে উত্তেজনা!

আপলোড টাইম : ১১:০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি/মুন্সীগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের মাদারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সভায় বাধাদান ও এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার সংবাদ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষের সাথে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিদের মতদ্বন্দ্বের সৃষ্টি হলে একপর্যায়ে সভা সংক্ষিপ্ত করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা স্কুল প্রাঙ্গণ ত্যাগ করে চলে আসে। এছাড়া অভিযোগ উঠে স্বেচ্ছাসেবক লীগের সভা চলাকালে মাদারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যনিজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম স্কুলে গিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিদের কাছে জানতে চাই, স্কুলের শ্রেণীকক্ষের চাবি কোথায় পেল ও কার অনুমতিতে স্কুলে সভা করছে। ম্যনিজিং কমিটির সভাপতির এমন প্রশ্ন করা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষের সাথে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিদের মূলত বাকবিতন্ডা বাধে। এ ঘটনার পরে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা সন্ধ্যা ৭টার দিকে জেহালা ইউনিয়নের বড়পুটিমারী গ্রামের বান্দা বটতলায় আগে থেকে নির্ধারিত সভা করার জন্য উপস্থিত হলে আলমডাঙ্গা থানা পুলিশের অনুরোধে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, মাদারহুদা ও বড়পুটিমারীর ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষের নেতাকর্মিরা মুন্সিগঞ্জ পশুহাটস্থ জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। এসময় স্থানীয় আওয়ামী লীগের ওই পক্ষের নেতাকর্মিরা বিক্ষোভ করতে থাকলে ঘটনাস্থলে আলমডাঙ্গা থানা পুলিশের ওসি আবু জিহাদ খান, ওসি তদন্ত লুৎফুন কবীর, সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, এসআই জিয়া, এসআই গিয়াস, এসআই ইকরামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যেয়ে উপস্থিত নেতাকর্মিদের ঘটনাস্থল ত্যাগ করার নির্দেশ দিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
এ ব্যপারে জানতে চাইলে মাদারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যনিজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের কিছু না জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা শ্রেণীকক্ষের বেঞ্চ বাইরে বের করে অনুষ্ঠানের আয়োজন করে। তাই স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ গ্রামবাসী স্বেচ্ছাসেবক লীগের এই অনুষ্ঠান আয়োজন ভালোভাবে নেয়নি।
এ ব্যপারে মাদারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দিলরুবা খাতুন সাংবাদিকদের বলেন, স্কুলে স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানের কথা আমাকে কেউ কিছুই জানাইনি। এবিষয়ে আমি কিছুই জানিনা।
আলমডাঙ্গা থানা পুলিশের ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, স্কুল কর্তৃপক্ষেকে না জানিয়ে স্কুল প্রাঙ্গনে স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠান করায় সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিলো। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত আছে। এব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। তবে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।