ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুনাফার জন্য পণ্য মূল্য বৃদ্ধি করা পাপ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
  • / ২৯০ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: রমজান মাসের ইবাদত-বন্দেগির সওয়াব অন্য মাসের চেয়ে শতগুণ বেশি। অন্য মাসে যারা ইবাদত বন্দেগিতে অলসতা দেখান, তারাও এ মাসের ইবাদতে সক্রিয় থাকার চেষ্টা করেন। সব মাসের মধ্যে রমজানকে বছরের সরদার বলা হয়েছে। এ মাসে সৎ কাজ করলে যেভাবে সওয়াব দেয়া হয়, একইভাবে ইসলাম, মানবতা ও নৈতিকতাবিরোধী কাজ করলে গুনাহের পাল্লা ভারী হয়। মুসলমানরা চান তাদের ভালো কাজের পাল্লা ভারী হোক। কোনো মুসলমান কামনা করেন না, এ মাসে আল্লাহ ও বান্দার ন্যায্য অধিকার নষ্ট করে তার নাম অপরাধীর খাতায় লেখা হোক। শুধু মানুষ খুন করলেই অপরাধ হবে এমন ভাবা ঠিক নয়। আল্লাহর সৃষ্টির সেরা জীব, মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে অতি মুনাফা অর্জনের জন্য পণ্য মূল্য বৃদ্ধি করা বড় অপরাধ। নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মানবতাকে সংকটে ফেলা কবিরা গুনাহ। এ গুনাহের জন্য ইসলামের ফয়সালা মতে তওবা করতে হয়। তওবা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। দ্রব্যমূল্য বৃদ্ধি করে কৃত্রিম সংকট তৈরি করা মারাত্মক গুনাহের কাজ। রহমত, নাজাত, বরকত আশা করলে কোনো মুসলমান ব্যবসায়ী এমন অন্যায় আচরণ করতে পারেন না। এমন আয় সম্পূর্ণভাবে হারাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুনাফার জন্য পণ্য মূল্য বৃদ্ধি করা পাপ

আপলোড টাইম : ০৯:০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯

ধর্ম ডেস্ক: রমজান মাসের ইবাদত-বন্দেগির সওয়াব অন্য মাসের চেয়ে শতগুণ বেশি। অন্য মাসে যারা ইবাদত বন্দেগিতে অলসতা দেখান, তারাও এ মাসের ইবাদতে সক্রিয় থাকার চেষ্টা করেন। সব মাসের মধ্যে রমজানকে বছরের সরদার বলা হয়েছে। এ মাসে সৎ কাজ করলে যেভাবে সওয়াব দেয়া হয়, একইভাবে ইসলাম, মানবতা ও নৈতিকতাবিরোধী কাজ করলে গুনাহের পাল্লা ভারী হয়। মুসলমানরা চান তাদের ভালো কাজের পাল্লা ভারী হোক। কোনো মুসলমান কামনা করেন না, এ মাসে আল্লাহ ও বান্দার ন্যায্য অধিকার নষ্ট করে তার নাম অপরাধীর খাতায় লেখা হোক। শুধু মানুষ খুন করলেই অপরাধ হবে এমন ভাবা ঠিক নয়। আল্লাহর সৃষ্টির সেরা জীব, মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে অতি মুনাফা অর্জনের জন্য পণ্য মূল্য বৃদ্ধি করা বড় অপরাধ। নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মানবতাকে সংকটে ফেলা কবিরা গুনাহ। এ গুনাহের জন্য ইসলামের ফয়সালা মতে তওবা করতে হয়। তওবা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। দ্রব্যমূল্য বৃদ্ধি করে কৃত্রিম সংকট তৈরি করা মারাত্মক গুনাহের কাজ। রহমত, নাজাত, বরকত আশা করলে কোনো মুসলমান ব্যবসায়ী এমন অন্যায় আচরণ করতে পারেন না। এমন আয় সম্পূর্ণভাবে হারাম।