ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুজিবনগর বিশ্বনাথপুরে ১৪৪ ধারা অমান্য করে স্থাপনা নির্মান ॥ যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / ৩৮৭ বার পড়া হয়েছে

20170222_174439মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর বিশ্বনাথপুরে বিবাদমান একটি জমিতে স্থাপনা নির্মানকে কেন্দ্র করে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। বিবরণে জানা যায় মুজিবনগর উপজেলার বিশ্বনাথ গ্রামের পুরাতন মসজিদের কাছে বিবাদমান ৩শতক জমির উপর আইন শৃংখলা রক্ষার্থে বিজ্ঞ আদালত পিটিশন নং-৫৩/১৭ এবং প্রসেস নং-৯৪, তারিখ ২০/০২/১৭ ইং ধারা ফৌ:কা:বি:১৪৪ ধারা জারি করে। কিন্তু বিবাদি পক্ষ বজলু, মাছাদ, আশা, মনি সর্ব পিতা মৃত ইলাহী সর্দার, প্রাশাসনের ১৪৪ ধারা অমান্য করে বিবাদমান জমিতে পাকা স্থাপনা নির্মান করায় যেকোন সময় উভয় পক্ষের মধ্যে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। এ বিষয়ে মোনাখালী ইউপি ৫নং ওয়ার্ড সদস্য মুনছুর আলী জানান জমির বাদি নবিন বিশ্বাসের পিতা মৃত আফসার বিশ্বাসরা ৬ ভাই আফসার বিশ্বাস যখন মারা যায় তখন নবিন বিশ্বাস ছোট ছিল সে সময় বিশ্বনাথপুর মৌজার আরএস খতিয়ান নং ১৬০, আর এস দাগ নং ৬৭৫, ১২ শতক জমি আফসার বিশ্বাসের ৬ ভাইয়ের ছিল। আফসার বিশ্বাস মারা যাওয়ার পর বাকি ৫ ভাই তাদের জমি মৃত ইলাহী সর্দারের নিকট বিক্রয় করে দেয়। কিন্তু মৃত আফসার বিশ্বাসের ভাগের জমি বিক্রয় হয়নি কিন্তু মৃত ইলাহী সর্দারের সন্তান বজলু, মাছাদ, আশা, মনি, মৃত আফসার বিশ্বাসের ভাগের জমি দখল করে আছে। দখল কৃত জমি ফেরত পাওয়ার জন্য মৃত আফসার বিশ্বাসের ছেলে নবিন বিশ্বাস ৮ বছর আগে আদালতে মামলা করলে সেই মামলা এখনও চলমান। তিনি আরও জানান বিবাদি পক্ষ বিবাদমান জমিতে পাকা স্থাপনা নির্মান করায় আইন শৃংখলার অবনতিও ঘটতে পারে। এ ব্যাপারে মৃত ইলাহী সর্দারের ছেলে মনিরুল ইসলাম মনি জানান তিনি পৈতৃক যে জমিতে ঘর নির্মান করছেন সেটি বিবাদমান নয়। বিবাদী নবিন বিশ্বাসের ছেলে আব্দুস ছালাম মনিরুলের বক্তব্য খন্ডন করে বলেন বিবাদমান জমিতেই তারা ১৪৪ ধারা ভঙ্গ করে নির্মান কাজ করছে। এ ব্যাপারে পুলিশকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয় নি পুলিশ। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেনকে এ ব্যাপারে জিজ্ঞাস করলে তিনি জানান আদালতের নির্দেশক্রমে নালিশী জমিতে কারো দ্বারা আইন-শৃঙ্খলা অবনতি না হয় এবিষয়ে ১ম পক্ষ ও ২ পক্ষকে অবহিত করার জন্য নোটিশ প্রেরণ করা হয়েছে। নালিশী জমিতে পাকা ঘর নির্মান প্রসঙ্গে তিনি বলেন পাকা ঘর নির্মানে আদালতের নিষেধাজ্ঞা না থাকায় পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। আদালতের নির্দেশে আইন শৃংখলা রক্ষায় উভয় পক্ষকে নোটিশ দিয়েছেন। এরপরেও সেখানে আইন শৃংখলার অবনতি হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুজিবনগর বিশ্বনাথপুরে ১৪৪ ধারা অমান্য করে স্থাপনা নির্মান ॥ যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

আপলোড টাইম : ১১:২২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭

20170222_174439মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর বিশ্বনাথপুরে বিবাদমান একটি জমিতে স্থাপনা নির্মানকে কেন্দ্র করে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। বিবরণে জানা যায় মুজিবনগর উপজেলার বিশ্বনাথ গ্রামের পুরাতন মসজিদের কাছে বিবাদমান ৩শতক জমির উপর আইন শৃংখলা রক্ষার্থে বিজ্ঞ আদালত পিটিশন নং-৫৩/১৭ এবং প্রসেস নং-৯৪, তারিখ ২০/০২/১৭ ইং ধারা ফৌ:কা:বি:১৪৪ ধারা জারি করে। কিন্তু বিবাদি পক্ষ বজলু, মাছাদ, আশা, মনি সর্ব পিতা মৃত ইলাহী সর্দার, প্রাশাসনের ১৪৪ ধারা অমান্য করে বিবাদমান জমিতে পাকা স্থাপনা নির্মান করায় যেকোন সময় উভয় পক্ষের মধ্যে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। এ বিষয়ে মোনাখালী ইউপি ৫নং ওয়ার্ড সদস্য মুনছুর আলী জানান জমির বাদি নবিন বিশ্বাসের পিতা মৃত আফসার বিশ্বাসরা ৬ ভাই আফসার বিশ্বাস যখন মারা যায় তখন নবিন বিশ্বাস ছোট ছিল সে সময় বিশ্বনাথপুর মৌজার আরএস খতিয়ান নং ১৬০, আর এস দাগ নং ৬৭৫, ১২ শতক জমি আফসার বিশ্বাসের ৬ ভাইয়ের ছিল। আফসার বিশ্বাস মারা যাওয়ার পর বাকি ৫ ভাই তাদের জমি মৃত ইলাহী সর্দারের নিকট বিক্রয় করে দেয়। কিন্তু মৃত আফসার বিশ্বাসের ভাগের জমি বিক্রয় হয়নি কিন্তু মৃত ইলাহী সর্দারের সন্তান বজলু, মাছাদ, আশা, মনি, মৃত আফসার বিশ্বাসের ভাগের জমি দখল করে আছে। দখল কৃত জমি ফেরত পাওয়ার জন্য মৃত আফসার বিশ্বাসের ছেলে নবিন বিশ্বাস ৮ বছর আগে আদালতে মামলা করলে সেই মামলা এখনও চলমান। তিনি আরও জানান বিবাদি পক্ষ বিবাদমান জমিতে পাকা স্থাপনা নির্মান করায় আইন শৃংখলার অবনতিও ঘটতে পারে। এ ব্যাপারে মৃত ইলাহী সর্দারের ছেলে মনিরুল ইসলাম মনি জানান তিনি পৈতৃক যে জমিতে ঘর নির্মান করছেন সেটি বিবাদমান নয়। বিবাদী নবিন বিশ্বাসের ছেলে আব্দুস ছালাম মনিরুলের বক্তব্য খন্ডন করে বলেন বিবাদমান জমিতেই তারা ১৪৪ ধারা ভঙ্গ করে নির্মান কাজ করছে। এ ব্যাপারে পুলিশকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয় নি পুলিশ। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেনকে এ ব্যাপারে জিজ্ঞাস করলে তিনি জানান আদালতের নির্দেশক্রমে নালিশী জমিতে কারো দ্বারা আইন-শৃঙ্খলা অবনতি না হয় এবিষয়ে ১ম পক্ষ ও ২ পক্ষকে অবহিত করার জন্য নোটিশ প্রেরণ করা হয়েছে। নালিশী জমিতে পাকা ঘর নির্মান প্রসঙ্গে তিনি বলেন পাকা ঘর নির্মানে আদালতের নিষেধাজ্ঞা না থাকায় পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। আদালতের নির্দেশে আইন শৃংখলা রক্ষায় উভয় পক্ষকে নোটিশ দিয়েছেন। এরপরেও সেখানে আইন শৃংখলার অবনতি হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।