ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুজিবনগরে অভাব-অনটনের সংসার ছেড়ে গেলেন য্বুতী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
  • / ১৯৬ বার পড়া হয়েছে

মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগরে আরিফা খাতুন (২২) নামের এক যুবতী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত আরিফা খাতুন মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের মোনাখালী গ্রামের ২ নম্বর ওয়ার্ড পূর্বপাড়ার আকবার আলীর মেয়ে।
জানা গেছে, দিনমজুর আকবার আলীর ৬ সন্তানের মধ্যে আরিফা খাতুন সবার বড়। ৬ সন্তান নিয়ে খুব অভাব-অনটনে সংসার চলে তাঁদের। গত ৪ বছর আগে বড় মেয়ে আরিফার বিয়ে হয়, তবে বিয়ের কয়েক মাসের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে স্বামী-স্ত্রীর ভেতর কোনো যোগাযোগ ছিল না। তবে গতকাল সকালে মোবাইলে কোনো এক ব্যক্তির সঙ্গে কথা বলার পর এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আরিফা খাতুনের আত্মহত্যার খবর শুনে মেহেরপুরের সার্কেল এসপি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, তাঁদের পরিবারে কোনো ধরনের ঝগড়া-ঝাটি হতে দেখেননি। তবে খুব কষ্টে সংসার চলে তাঁদের। হয়তো কষ্ট সহ্য না করতে পেরে অথবা মানসিক টেনশনে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, ‘আমরা ঘটনা শোনার পর সেখানে গিয়েছি। তাঁদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। তবে আত্মহত্যার মূল রহস্য কী, সেটা বের করার জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুজিবনগরে অভাব-অনটনের সংসার ছেড়ে গেলেন য্বুতী

আপলোড টাইম : ১০:২৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০

মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগরে আরিফা খাতুন (২২) নামের এক যুবতী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত আরিফা খাতুন মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের মোনাখালী গ্রামের ২ নম্বর ওয়ার্ড পূর্বপাড়ার আকবার আলীর মেয়ে।
জানা গেছে, দিনমজুর আকবার আলীর ৬ সন্তানের মধ্যে আরিফা খাতুন সবার বড়। ৬ সন্তান নিয়ে খুব অভাব-অনটনে সংসার চলে তাঁদের। গত ৪ বছর আগে বড় মেয়ে আরিফার বিয়ে হয়, তবে বিয়ের কয়েক মাসের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে স্বামী-স্ত্রীর ভেতর কোনো যোগাযোগ ছিল না। তবে গতকাল সকালে মোবাইলে কোনো এক ব্যক্তির সঙ্গে কথা বলার পর এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আরিফা খাতুনের আত্মহত্যার খবর শুনে মেহেরপুরের সার্কেল এসপি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, তাঁদের পরিবারে কোনো ধরনের ঝগড়া-ঝাটি হতে দেখেননি। তবে খুব কষ্টে সংসার চলে তাঁদের। হয়তো কষ্ট সহ্য না করতে পেরে অথবা মানসিক টেনশনে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, ‘আমরা ঘটনা শোনার পর সেখানে গিয়েছি। তাঁদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। তবে আত্মহত্যার মূল রহস্য কী, সেটা বের করার জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।’