ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের ঐক্য ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়-এমপি ছেলুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • / ২০১ বার পড়া হয়েছে

স্বাস্থ্যবিধি মেনে স্বল্প আয়োজনে বিনম্র শ্রদ্ধায় চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস পালন
মোজাম্মেল শিশির, দামুড়হুদা:
স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৫ আগস্ট মুক্তিযুদ্ধ চলাকালে জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে চুয়াডাঙ্গার আটজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ৯টায় জগন্নাথপুরে আট শহীদের সমাধিতে (আটকবর) চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দামুড়হুদা উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ সমমনা দলগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এমপি ছেলুন জোয়ার্দ্দার সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের ঐক্য ছাড়া দেশে কোনো কিছু করা সম্ভব নয়। সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হলেও মুক্তিযুদ্ধের ঐক্য প্রয়োজন। দেশ ও মানুষের উন্নয়নেও মুক্তিযুদ্ধের ঐক্য প্রয়োজন। তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেছেন, ‘আপনারা নতুন প্রজন্মের কাছে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও আদর্শের কথা তুলে ধরুন।’ তিনি বলেন, ‘আটকবরে যে আট শহীদ রয়েছে তারা আমার সন্তান, তারা আমার ভাই, তারা আমার সহযোদ্ধা। সেদিন ৫ই আগস্টে যেমন মুক্তিযোদ্ধাদের ষড়যন্ত্র করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এক শ্রেণির রাজাকার, আল-বদর, আল-শামস। আজকেও ঠিক তেমনি ওই রাজাকার, আল-বদর, আল-শামসের দল মাথা চাড়া দিচ্ছে। তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের সাফল্য ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা প্রমুখ। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুক্তিযুদ্ধের ঐক্য ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়-এমপি ছেলুন

আপলোড টাইম : ০৮:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০

স্বাস্থ্যবিধি মেনে স্বল্প আয়োজনে বিনম্র শ্রদ্ধায় চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস পালন
মোজাম্মেল শিশির, দামুড়হুদা:
স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৫ আগস্ট মুক্তিযুদ্ধ চলাকালে জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে চুয়াডাঙ্গার আটজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ৯টায় জগন্নাথপুরে আট শহীদের সমাধিতে (আটকবর) চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দামুড়হুদা উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ সমমনা দলগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এমপি ছেলুন জোয়ার্দ্দার সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের ঐক্য ছাড়া দেশে কোনো কিছু করা সম্ভব নয়। সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হলেও মুক্তিযুদ্ধের ঐক্য প্রয়োজন। দেশ ও মানুষের উন্নয়নেও মুক্তিযুদ্ধের ঐক্য প্রয়োজন। তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেছেন, ‘আপনারা নতুন প্রজন্মের কাছে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও আদর্শের কথা তুলে ধরুন।’ তিনি বলেন, ‘আটকবরে যে আট শহীদ রয়েছে তারা আমার সন্তান, তারা আমার ভাই, তারা আমার সহযোদ্ধা। সেদিন ৫ই আগস্টে যেমন মুক্তিযোদ্ধাদের ষড়যন্ত্র করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এক শ্রেণির রাজাকার, আল-বদর, আল-শামস। আজকেও ঠিক তেমনি ওই রাজাকার, আল-বদর, আল-শামসের দল মাথা চাড়া দিচ্ছে। তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের সাফল্য ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা প্রমুখ। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ