ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মিয়ানমারে ৭৫ শিশুকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • / ৪৪ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিবেদন:
গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গুলি করে ৭৫ শিশুকে হত্যা করেছে। এছাড়া গ্রেপ্তার হয়েছে প্রায় এক হাজার শিশু। শুক্রবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের একটি কমিটি এই তথ্য জানিয়েছে। ইউনিসেফের একটি কমিটির প্রধাম মিকিকো ওতানি এক বিবৃতিতে বলেছেন, ‘সামরিক অভ্যুত্থানের কারণে মিয়ানমারের শিশুরা অবরুদ্ধ এবং বিপর্যয়কর প্রাণহানির শিকার। শিশুরা প্রতিদিন নির্বিচার সহিংসতা, গুলি ও গ্রেপ্তারের শিকার। তাদেরকে দিকে বন্দুক তাক করে রাখা হচ্ছে এবং তাদের বাবা-মা ও ভাই-বোনদের বেলায় একই ঘটনা ঘটছে।’ গত ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে সেনা বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে গণগ্রেপ্তার ও নির্বিচারে গুলিবর্ষণের পথ বেছে নিয়েছে সামরিক জান্তা। ১৯৯১ সালে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনে স্বাক্ষর করেছিল মিয়ানমার। দেশটি তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে কিনা তা পর্যবেক্ষণে ইউনিসেফ ১৮ সদস্যের কমিটি করেছে। কমিটির সদস্যরা ‘জান্তা ও পুলিশের হাতে শিশু হত্যার তীব্র নিন্দা জানিয়েছে।’ তারা জানিয়েছে, কিছু শিশুকে তাদের বাড়িতেই হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। মিয়ানমারের মান্দালে শহরে ছয় বছরের এক শিশু কন্যাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তার পেটে গুলি করেছিল পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মিয়ানমারে ৭৫ শিশুকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী

আপলোড টাইম : ০৯:০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১

বিশ্ব প্রতিবেদন:
গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গুলি করে ৭৫ শিশুকে হত্যা করেছে। এছাড়া গ্রেপ্তার হয়েছে প্রায় এক হাজার শিশু। শুক্রবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের একটি কমিটি এই তথ্য জানিয়েছে। ইউনিসেফের একটি কমিটির প্রধাম মিকিকো ওতানি এক বিবৃতিতে বলেছেন, ‘সামরিক অভ্যুত্থানের কারণে মিয়ানমারের শিশুরা অবরুদ্ধ এবং বিপর্যয়কর প্রাণহানির শিকার। শিশুরা প্রতিদিন নির্বিচার সহিংসতা, গুলি ও গ্রেপ্তারের শিকার। তাদেরকে দিকে বন্দুক তাক করে রাখা হচ্ছে এবং তাদের বাবা-মা ও ভাই-বোনদের বেলায় একই ঘটনা ঘটছে।’ গত ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে সেনা বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে গণগ্রেপ্তার ও নির্বিচারে গুলিবর্ষণের পথ বেছে নিয়েছে সামরিক জান্তা। ১৯৯১ সালে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনে স্বাক্ষর করেছিল মিয়ানমার। দেশটি তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে কিনা তা পর্যবেক্ষণে ইউনিসেফ ১৮ সদস্যের কমিটি করেছে। কমিটির সদস্যরা ‘জান্তা ও পুলিশের হাতে শিশু হত্যার তীব্র নিন্দা জানিয়েছে।’ তারা জানিয়েছে, কিছু শিশুকে তাদের বাড়িতেই হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। মিয়ানমারের মান্দালে শহরে ছয় বছরের এক শিশু কন্যাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তার পেটে গুলি করেছিল পুলিশ।