ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মিয়ানমারের জেনারেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
  • / ৩০২ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন অভিযান পরিচালনার অভিযোগে মিয়ানমারের সামরিক বাহিনীর এক জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের সঙ্গে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন শুরু হয়। এই সময়ের মধ্যে প্রথমবারের মতো মিয়ানমারের কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। মার্কিন কালোতালিকাভুক্ত ওই মেজর জেনারেলের নাম মং মং সোয়ে। মিয়ানমারের রাখাইন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল মং মং সোয়েকে গত মাসে প্রত্যাহার করে সেনাবাহিনী। তবে কেন তাকে প্রত্যাহার করা হয়, তা নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ওই সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছিলেন, রাখাইন থেকে প্রত্যাহারের পর সোয়েকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে বলেছে, ‘মং মং সোয়ের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণ পরীক্ষা করে দেখেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে বার্মার সেনাবাহিনীর বিরুদ্ধে বিচারবর্হিভূত হত্যাকান্ড, যৌন সহিংসতা এবং নির্বিচার আটকসহ গ্রামগুলোতে ব্যাপক অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।’ এতে আরো বলা হয়েছে, বার্মার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনে সেনাবাহিনী যে অভিযান পরিচালনা করেছিল তা দেখভাল করতেন মং মং সোয়ে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মিয়ানমারের জেনারেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপলোড টাইম : ১০:৪০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭

সমীকরণ ডেস্ক: রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন অভিযান পরিচালনার অভিযোগে মিয়ানমারের সামরিক বাহিনীর এক জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের সঙ্গে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন শুরু হয়। এই সময়ের মধ্যে প্রথমবারের মতো মিয়ানমারের কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। মার্কিন কালোতালিকাভুক্ত ওই মেজর জেনারেলের নাম মং মং সোয়ে। মিয়ানমারের রাখাইন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল মং মং সোয়েকে গত মাসে প্রত্যাহার করে সেনাবাহিনী। তবে কেন তাকে প্রত্যাহার করা হয়, তা নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ওই সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছিলেন, রাখাইন থেকে প্রত্যাহারের পর সোয়েকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে বলেছে, ‘মং মং সোয়ের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণ পরীক্ষা করে দেখেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে বার্মার সেনাবাহিনীর বিরুদ্ধে বিচারবর্হিভূত হত্যাকান্ড, যৌন সহিংসতা এবং নির্বিচার আটকসহ গ্রামগুলোতে ব্যাপক অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।’ এতে আরো বলা হয়েছে, বার্মার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনে সেনাবাহিনী যে অভিযান পরিচালনা করেছিল তা দেখভাল করতেন মং মং সোয়ে।