ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মিয়ানমারকে চাপ সৃষ্টিতে সিপিসিতে প্রস্তাব গ্রহণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
  • / ৩৭৫ বার পড়া হয়েছে

কানাডা, ইংল্যান্ড, মালয়েশিয়াসহ ১৮টি দেশের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন

সমীকরণ ডেস্ক: রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারকে চাপ দিতে ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনে (সিপিসি) সর্বসম্মত সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে এ প্রস্তাব গ্রহণ করা হয়। রোহিঙ্গা ইস্যু সংক্রান্ত আলোচনার পর সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ। সিপিসি মিডিয়া কমিটির সদস্য কাজী নাবিল আরও জানান, বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে সিপিএ (কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন) সম্মেলনে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিদের রোহিঙ্গা সংকট সম্পর্কে বাংলাদেশের পক্ষ থেকে অবহিত করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রতিনিধিদের রোহিঙ্গা সংকট সম্পর্কে অবহিত করেন।
এসময় সিপিএ চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সিপিএ সেক্রেটারি আকবর খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন বলে জানান তিনি। সিপিসি মিডিয়া কমিটির ব্রিফিংয়ে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ-পিআইডি ব্রিফিংয়ে পরররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের ইতিহাস, সংকটের প্রভাব এবং সংকট নিরসনে চলমান আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় কূটনৈতিক তৎপরতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে কমনওয়েলভুক্ত দেশগুলোর সমর্থন চান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের স্ব স্ব দেশে ফিরে গিয়ে রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনারও আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সম্মেলনে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণের পর সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী প্রতিনিধিদের জানান, সম্মেলন থেকে নেওয়া এ সিদ্ধান্ত প্রস্তাব সিপিএ’র নির্বাহী কমিটিতে তোলা হবে, সেখানে সবার সম্মতি সাপেক্ষে সিদ্ধান্ত প্রস্তাবটি পাস করানোর বিষয়টি জোরালোভাবে বিবেচনা করা হবে। কাজী নাবিল আহমেদ এমপি আরও জানান, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় কানাডা, ইংল্যান্ড, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান, রুয়ান্ডাসহ ১৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে নিপীড়ন-নির্যাতনের মুখে গত ২৫ আগস্ট থেকে ৬ লাখ ২২ হাজারেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে আসা আরও প্রায় ৫ লাখ রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মিয়ানমারকে চাপ সৃষ্টিতে সিপিসিতে প্রস্তাব গ্রহণ

আপলোড টাইম : ১০:২৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭

কানাডা, ইংল্যান্ড, মালয়েশিয়াসহ ১৮টি দেশের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন

সমীকরণ ডেস্ক: রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারকে চাপ দিতে ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনে (সিপিসি) সর্বসম্মত সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে এ প্রস্তাব গ্রহণ করা হয়। রোহিঙ্গা ইস্যু সংক্রান্ত আলোচনার পর সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ। সিপিসি মিডিয়া কমিটির সদস্য কাজী নাবিল আরও জানান, বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে সিপিএ (কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন) সম্মেলনে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিদের রোহিঙ্গা সংকট সম্পর্কে বাংলাদেশের পক্ষ থেকে অবহিত করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রতিনিধিদের রোহিঙ্গা সংকট সম্পর্কে অবহিত করেন।
এসময় সিপিএ চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সিপিএ সেক্রেটারি আকবর খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন বলে জানান তিনি। সিপিসি মিডিয়া কমিটির ব্রিফিংয়ে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ-পিআইডি ব্রিফিংয়ে পরররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের ইতিহাস, সংকটের প্রভাব এবং সংকট নিরসনে চলমান আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় কূটনৈতিক তৎপরতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে কমনওয়েলভুক্ত দেশগুলোর সমর্থন চান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের স্ব স্ব দেশে ফিরে গিয়ে রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনারও আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সম্মেলনে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণের পর সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী প্রতিনিধিদের জানান, সম্মেলন থেকে নেওয়া এ সিদ্ধান্ত প্রস্তাব সিপিএ’র নির্বাহী কমিটিতে তোলা হবে, সেখানে সবার সম্মতি সাপেক্ষে সিদ্ধান্ত প্রস্তাবটি পাস করানোর বিষয়টি জোরালোভাবে বিবেচনা করা হবে। কাজী নাবিল আহমেদ এমপি আরও জানান, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় কানাডা, ইংল্যান্ড, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান, রুয়ান্ডাসহ ১৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে নিপীড়ন-নির্যাতনের মুখে গত ২৫ আগস্ট থেকে ৬ লাখ ২২ হাজারেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে আসা আরও প্রায় ৫ লাখ রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে রয়েছে।