ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মিলেছে আরও প্রাচীন নির্দশনের সন্ধান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩৪৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার কালুপোলে রাজার ভিটাই শুরু হয়েছে খনন কাজ
আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের কালুপোলে গন্ধোপ রাজার ঢিবি গতবছরের খনন কাজ শেষ করার পর আবার ২০১৮ সালের কার্যক্রম দ্বিতীয় বারের মত শুরু করেছে খুলনা পতœতত্ত্ব অধিদপ্তর। গত ৭ই জানুয়ারী শুরু হয়েছে এই খনন কাজ। চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। গত বছর এই ঢিবির নিচ থেকে নানা ধরনের প্রাচীন পোড়া মাটির তৈরি অনেক ব্যবহৃত পন্য সংগ্রহ করা হয়। এবছরও নতুন নতুন জিনিসের সন্ধান মিলিয়েছে প্রতœতত্ত্ব অধিদপ্তর। তারমধ্যে আছে পোড়া মাটির হাড়ি, তৈল প্রদিপ, কালির দোয়াত, গননা করার মাটির গুটি, পাথর বা শীল, পুরা মাটির পাতিল, ফুলের টব, পানি খাবার ঘট, মৃত প্রাণীর মাথার খুলি, বড় মাটির কলস এবং ধৌত করার মাটির পাত্র। খুলনা পতœতত্ত্ব অধিদপ্তরের সহকারি কাস্টোডিয়ান অফিসার শাহীন আলম, মার্কস্ ম্যান রিপন হোসেন, সিনিয়র ড্রাপর্সম্যান জাহান্দার আলী ও আলোকচিত্রকর আব্দুস সামাদ জানান, প্রতিদিনই খননের কাজ চলছে এবং প্রাচীন নির্দশনের সন্ধান মিলছে। আরও কিছু পাওয়া যাবে বলে মনে করছেন তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মিলেছে আরও প্রাচীন নির্দশনের সন্ধান

আপলোড টাইম : ০৯:৫০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

চুয়াডাঙ্গার কালুপোলে রাজার ভিটাই শুরু হয়েছে খনন কাজ
আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের কালুপোলে গন্ধোপ রাজার ঢিবি গতবছরের খনন কাজ শেষ করার পর আবার ২০১৮ সালের কার্যক্রম দ্বিতীয় বারের মত শুরু করেছে খুলনা পতœতত্ত্ব অধিদপ্তর। গত ৭ই জানুয়ারী শুরু হয়েছে এই খনন কাজ। চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। গত বছর এই ঢিবির নিচ থেকে নানা ধরনের প্রাচীন পোড়া মাটির তৈরি অনেক ব্যবহৃত পন্য সংগ্রহ করা হয়। এবছরও নতুন নতুন জিনিসের সন্ধান মিলিয়েছে প্রতœতত্ত্ব অধিদপ্তর। তারমধ্যে আছে পোড়া মাটির হাড়ি, তৈল প্রদিপ, কালির দোয়াত, গননা করার মাটির গুটি, পাথর বা শীল, পুরা মাটির পাতিল, ফুলের টব, পানি খাবার ঘট, মৃত প্রাণীর মাথার খুলি, বড় মাটির কলস এবং ধৌত করার মাটির পাত্র। খুলনা পতœতত্ত্ব অধিদপ্তরের সহকারি কাস্টোডিয়ান অফিসার শাহীন আলম, মার্কস্ ম্যান রিপন হোসেন, সিনিয়র ড্রাপর্সম্যান জাহান্দার আলী ও আলোকচিত্রকর আব্দুস সামাদ জানান, প্রতিদিনই খননের কাজ চলছে এবং প্রাচীন নির্দশনের সন্ধান মিলছে। আরও কিছু পাওয়া যাবে বলে মনে করছেন তারা।