ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মায়ানমারে নির্বিচারে রোহিঙ্গা হত্যা বন্ধ ও তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়ার দাবিতে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • / ৩০২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: মায়ানমারে নির্বিচারে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধ ও তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল সোমবার বাদ আসর ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা রোহিঙ্গা হত্যার প্রতিবাদে একটি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্ত্বর (পায়রা চত্ত্বর) এ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন- পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের আরাকান রাজ্যে মায়ানমার সরকারী বাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠি কর্তৃক রোহিঙ্গা মুসলমান ভাই-বোনদেরকে নির্যাতন, নিষ্পেষণ, খুন, ধর্ষণ করে এবং তাদের বসতভিটা জ্বালিয়ে-পুড়িয়ে দিয়ে সে দেশ থেকে বিতাড়িত করে দিচ্ছে। তাদের বর্বর নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছে না ছোট ছোট নিষ্পাপ শিশু, কিশোর, বৃদ্ধ নারী-পুরুষ। হত্যা, ধর্ষণ, অমানবিক নির্যাতন ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ায় রোহিঙ্গা মুসলমান ভাই-বোনেরা এক চরম মানবেতর জীবন যাপন করছে। অবিলম্বে এই বর্বরতা বন্ধে আন্তজার্তিক ভাবে উদ্যোগ নিতে হবে এবং তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে পুনঃবাসন করতে হবে। তারা আরো বলেন, ‘ সভায় বক্তারা বলেন রোহিঙ্গা সমুলমানদের উপর চলমান জুলুম কোন ভাবেই আর মেনে নেওয়া যায় না। অবিলম্বে নির্যাতন বন্ধ না করলে প্রতিবেশী রাষ্ট্রের মসুলমানরা আর ঘরে বসে থাকবে না।’
ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাসানুজ্জামান সজিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি রুহুল আমীন সোহেল, সেক্রেটারী জিনারুল ইসলাম, সংগাঠনিক সম্পাদক মু. তুষার ইমরান, যুব আন্দোলন সভাপতি মাও. মুহিব্বুল্লাহ, ছাত্র আন্দোলন সভাপতি মু. ফাহিম ফয়সাল। এছাড়াও বক্তব্য রাখেন বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি জুনায়েদ আল হাবীব, গণ মানুষের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক এম এ মামুন প্রমূখ।
সমাবেশে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের প্রতি ৬ দফা দাবি জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরমধ্যে রয়েছে, মায়ানমার থেকে জীবন নিয়ে আসা সকল রোহিঙ্গাকে মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেয়া, একজন রোহিঙ্গাকেও যেন ফিরিয়ে দেয়া না হয়, তাদের একটি নির্দিষ্ট সীমানার মধ্যে অবস্থান করতে দেয়া হোক, তাদের অস্থায়ী ঘর/তাবু তৈরী করে দেয়া হোক, তাদের খাদ্য ও জরুরী চিকিৎসা সেবার ব্যবস্থা করা হোক, তাদের পানীয়/পয়োঃনিস্কাশন সেবার অস্থায়ী ব্যবস্থা করা হোক, দেশী/বিদেশী ত্রাণ সামগ্রী যেন রোহিঙ্গাদের কাছে সুষ্ঠুভাবে বন্টন হয়, অপচয়/চুরি না হয় সেদিকে খেয়াল রাখা হোক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মায়ানমারে নির্বিচারে রোহিঙ্গা হত্যা বন্ধ ও তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়ার দাবিতে

আপলোড টাইম : ১০:০০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: মায়ানমারে নির্বিচারে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধ ও তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল সোমবার বাদ আসর ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা রোহিঙ্গা হত্যার প্রতিবাদে একটি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্ত্বর (পায়রা চত্ত্বর) এ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন- পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের আরাকান রাজ্যে মায়ানমার সরকারী বাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠি কর্তৃক রোহিঙ্গা মুসলমান ভাই-বোনদেরকে নির্যাতন, নিষ্পেষণ, খুন, ধর্ষণ করে এবং তাদের বসতভিটা জ্বালিয়ে-পুড়িয়ে দিয়ে সে দেশ থেকে বিতাড়িত করে দিচ্ছে। তাদের বর্বর নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছে না ছোট ছোট নিষ্পাপ শিশু, কিশোর, বৃদ্ধ নারী-পুরুষ। হত্যা, ধর্ষণ, অমানবিক নির্যাতন ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ায় রোহিঙ্গা মুসলমান ভাই-বোনেরা এক চরম মানবেতর জীবন যাপন করছে। অবিলম্বে এই বর্বরতা বন্ধে আন্তজার্তিক ভাবে উদ্যোগ নিতে হবে এবং তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে পুনঃবাসন করতে হবে। তারা আরো বলেন, ‘ সভায় বক্তারা বলেন রোহিঙ্গা সমুলমানদের উপর চলমান জুলুম কোন ভাবেই আর মেনে নেওয়া যায় না। অবিলম্বে নির্যাতন বন্ধ না করলে প্রতিবেশী রাষ্ট্রের মসুলমানরা আর ঘরে বসে থাকবে না।’
ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাসানুজ্জামান সজিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি রুহুল আমীন সোহেল, সেক্রেটারী জিনারুল ইসলাম, সংগাঠনিক সম্পাদক মু. তুষার ইমরান, যুব আন্দোলন সভাপতি মাও. মুহিব্বুল্লাহ, ছাত্র আন্দোলন সভাপতি মু. ফাহিম ফয়সাল। এছাড়াও বক্তব্য রাখেন বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি জুনায়েদ আল হাবীব, গণ মানুষের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক এম এ মামুন প্রমূখ।
সমাবেশে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের প্রতি ৬ দফা দাবি জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরমধ্যে রয়েছে, মায়ানমার থেকে জীবন নিয়ে আসা সকল রোহিঙ্গাকে মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেয়া, একজন রোহিঙ্গাকেও যেন ফিরিয়ে দেয়া না হয়, তাদের একটি নির্দিষ্ট সীমানার মধ্যে অবস্থান করতে দেয়া হোক, তাদের অস্থায়ী ঘর/তাবু তৈরী করে দেয়া হোক, তাদের খাদ্য ও জরুরী চিকিৎসা সেবার ব্যবস্থা করা হোক, তাদের পানীয়/পয়োঃনিস্কাশন সেবার অস্থায়ী ব্যবস্থা করা হোক, দেশী/বিদেশী ত্রাণ সামগ্রী যেন রোহিঙ্গাদের কাছে সুষ্ঠুভাবে বন্টন হয়, অপচয়/চুরি না হয় সেদিকে খেয়াল রাখা হোক।