ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মাস্ক পরা নিশ্চিত করা গেলেই সংক্রমণ কমানো সম্ভব

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • / ৮২ বার পড়া হয়েছে

জীবননগরে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এমপি আলী আজগার টগর
জীবননগর অফিস:
জীবননগরে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত উপজেলার কমিটির সভা অনু্িঠত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে আলী আজগার টগর বলেন, মাস্ক না পরে কেউ বের হবে না, এটা নিশ্চিত করা গেলেই করোনার সংক্রমণ রোধ করা বা কমানো সম্ভব হবে। তিনি বলেন, মানুষকে সচেতন করে তোলার ক্ষেত্রে সরকারের পাশাপাশি মিডিয়া এবং সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগকে সক্রিয় করতে হবে। লকডাউন মানাতে এলাকাগুলো তদারকি করবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীরা। এসময় লকডাউনের প্রভাবে কর্মহীনদের মধ্যে সরকারিভাবে ছাড়াও ব্যক্তিগতভাবে খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দেন এমপি টগর।
এমপি টগর বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ইতোমধ্যে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে। সরকার ঘোষিত লকডাউন কার্যকর করার জন্য সকলকে সমন্বয়ের মাধ্যমে শতভাগ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লকডাউন বাস্তবায়নে সার্বক্ষণিক মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর্মি, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। লকডাউন চলাকালে সরকারের প্রজ্ঞাপন ঘোষিত শুধুমাত্র জরুরি সেবা সমূহের প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও ওই প্রতিষ্ঠানে যারা নিয়োজিত থাকবে, তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বক্তব্য দেন মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সেলিনা আখতার শিমু, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্ ও সোহরাব হোসেন খাঁন। সভায় সাংবাদিক, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মাস্ক পরা নিশ্চিত করা গেলেই সংক্রমণ কমানো সম্ভব

আপলোড টাইম : ১০:১৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

জীবননগরে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এমপি আলী আজগার টগর
জীবননগর অফিস:
জীবননগরে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত উপজেলার কমিটির সভা অনু্িঠত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে আলী আজগার টগর বলেন, মাস্ক না পরে কেউ বের হবে না, এটা নিশ্চিত করা গেলেই করোনার সংক্রমণ রোধ করা বা কমানো সম্ভব হবে। তিনি বলেন, মানুষকে সচেতন করে তোলার ক্ষেত্রে সরকারের পাশাপাশি মিডিয়া এবং সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগকে সক্রিয় করতে হবে। লকডাউন মানাতে এলাকাগুলো তদারকি করবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীরা। এসময় লকডাউনের প্রভাবে কর্মহীনদের মধ্যে সরকারিভাবে ছাড়াও ব্যক্তিগতভাবে খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দেন এমপি টগর।
এমপি টগর বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ইতোমধ্যে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে। সরকার ঘোষিত লকডাউন কার্যকর করার জন্য সকলকে সমন্বয়ের মাধ্যমে শতভাগ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লকডাউন বাস্তবায়নে সার্বক্ষণিক মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর্মি, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। লকডাউন চলাকালে সরকারের প্রজ্ঞাপন ঘোষিত শুধুমাত্র জরুরি সেবা সমূহের প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও ওই প্রতিষ্ঠানে যারা নিয়োজিত থাকবে, তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বক্তব্য দেন মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সেলিনা আখতার শিমু, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্ ও সোহরাব হোসেন খাঁন। সভায় সাংবাদিক, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।