ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উত্তর কোরিয়ার দূতের বৈঠক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
  • / ৩৩৮ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান ও বিশেষ দূত কিম ইয়ং চল। বুধবার রাতে তারা একটি নৈশভোজে অংশগ্রহণ করেন। খাবারের ফাঁকে বিরোধপূর্ণ দু’দেশের কূটনৈতিক আলোচনা এগিয়ে নেন। এতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের মধ্যে নির্ধারিত সিঙ্গাপুর সামিট সফল করার বিষয়টি প্রাধান্য পায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও আল জাজিরা।
খবরে বলা হয়, মঙ্গলবার উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান কিম ইয়ং চল নিউইয়র্কে পৌঁছান। পরের দিন বুধবার ম্যানহাটনে এক কূটনীতিকের বাড়িতে নৈশভোজে অংশ নেন। একই সঙ্গে চলে দ্বিপাক্ষিক আলোচনা। প্রায় দেড় ঘন্টা স্থায়ী ওই আলোচনায় তারা ট্রাম্প-কিম বৈঠক সফল করার বিষয়ে আলোচনা করেন। আজও কিম ইয়ং চল ও পম্পেওয়ের মধ্যে দু’দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। কিম ইয়ং চলকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের ‘ডান হাত’ মনে করা হয়। সে দেশের প্রশাসনে কিম ইয়ংয়ের ব্যাপক প্রভাব রয়েছে। বুধবারের নৈশভোজের বিষয়ে পম্পেও বলেন, এটা খুবই ভালো ছিল। আজ রাতে নিউইয়র্কে কিম ইয়ং চলের সঙ্গে খুবই কার্যকর নৈশভোজে অংশ নিয়েছি। পরে এক টুইটার বার্তায় পম্পেও লেখেন, তাদের খাবারের মেনুতে ছিল, কাবাব, পনির ও কর্ন। সম্প্রতি কিম জংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করে উত্তর কোরিয়ায় একটি চিঠি পাঠান ডনাল্ড ট্রাম্প। এর আগে উত্তর কোরিয়াও বৈঠকে অনাগ্রহ প্রকাশ করে। দু’পক্ষের এমন অনাগ্রহ প্রকাশে বৈঠকের সম্ভাবনা প্রায় নাকচ হয়ে যায়। কিন্তু একদিন পরই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। বৈঠক সফল করতে দু’পক্ষই কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করে । বুধবার রাতে তৃতীয় বারের মতো বৈঠকে বসলো দু’দেশের প্রতিনিধিরা। বৈঠকের বিষয়ে এক মার্কিন কর্মকর্তা বলেন, তারা এটা বোঝার চেষ্টা করছেন যে, বৈঠক সফল করতে বাকী দুই সপ্তাহে কি কি পদক্ষেপ নেয়া প্রয়োজন। এছাড়া, হোয়াইট হাউজ বলেছে, যুক্তরাষ্ট্র নির্ধারিত তারিখেই বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ১২ই জুনে বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আমরা আশাবাদী। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি।
এদিকে, কোরিয়া উপদ্বীপের সঙ্কট ও অন্য আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করার জন্য উত্তর কোরিয়া সফর করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার তিনি পিয়ংইয়ং পৌঁছান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সফরে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ল্যাভরভ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উত্তর কোরিয়ার দূতের বৈঠক

আপলোড টাইম : ০৯:৫৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮

বিশ্ব ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান ও বিশেষ দূত কিম ইয়ং চল। বুধবার রাতে তারা একটি নৈশভোজে অংশগ্রহণ করেন। খাবারের ফাঁকে বিরোধপূর্ণ দু’দেশের কূটনৈতিক আলোচনা এগিয়ে নেন। এতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের মধ্যে নির্ধারিত সিঙ্গাপুর সামিট সফল করার বিষয়টি প্রাধান্য পায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও আল জাজিরা।
খবরে বলা হয়, মঙ্গলবার উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান কিম ইয়ং চল নিউইয়র্কে পৌঁছান। পরের দিন বুধবার ম্যানহাটনে এক কূটনীতিকের বাড়িতে নৈশভোজে অংশ নেন। একই সঙ্গে চলে দ্বিপাক্ষিক আলোচনা। প্রায় দেড় ঘন্টা স্থায়ী ওই আলোচনায় তারা ট্রাম্প-কিম বৈঠক সফল করার বিষয়ে আলোচনা করেন। আজও কিম ইয়ং চল ও পম্পেওয়ের মধ্যে দু’দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। কিম ইয়ং চলকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের ‘ডান হাত’ মনে করা হয়। সে দেশের প্রশাসনে কিম ইয়ংয়ের ব্যাপক প্রভাব রয়েছে। বুধবারের নৈশভোজের বিষয়ে পম্পেও বলেন, এটা খুবই ভালো ছিল। আজ রাতে নিউইয়র্কে কিম ইয়ং চলের সঙ্গে খুবই কার্যকর নৈশভোজে অংশ নিয়েছি। পরে এক টুইটার বার্তায় পম্পেও লেখেন, তাদের খাবারের মেনুতে ছিল, কাবাব, পনির ও কর্ন। সম্প্রতি কিম জংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করে উত্তর কোরিয়ায় একটি চিঠি পাঠান ডনাল্ড ট্রাম্প। এর আগে উত্তর কোরিয়াও বৈঠকে অনাগ্রহ প্রকাশ করে। দু’পক্ষের এমন অনাগ্রহ প্রকাশে বৈঠকের সম্ভাবনা প্রায় নাকচ হয়ে যায়। কিন্তু একদিন পরই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। বৈঠক সফল করতে দু’পক্ষই কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করে । বুধবার রাতে তৃতীয় বারের মতো বৈঠকে বসলো দু’দেশের প্রতিনিধিরা। বৈঠকের বিষয়ে এক মার্কিন কর্মকর্তা বলেন, তারা এটা বোঝার চেষ্টা করছেন যে, বৈঠক সফল করতে বাকী দুই সপ্তাহে কি কি পদক্ষেপ নেয়া প্রয়োজন। এছাড়া, হোয়াইট হাউজ বলেছে, যুক্তরাষ্ট্র নির্ধারিত তারিখেই বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ১২ই জুনে বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আমরা আশাবাদী। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি।
এদিকে, কোরিয়া উপদ্বীপের সঙ্কট ও অন্য আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করার জন্য উত্তর কোরিয়া সফর করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার তিনি পিয়ংইয়ং পৌঁছান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সফরে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ল্যাভরভ।