ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মানেন সর্বজনে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • / ৯ বার পড়া হয়েছে

— এম এ মামুন
আচরণের আচার বিচার
কার যে কেমন হয়,
অফিস আদালতে গেলেই
সেটাই বোঝা যায়।

যার যেমন জ্ঞানের বহর
সেই তেমন করে,
কেউ বা আবার যোগ্য বলে
মরে ভাবের জ্বরে।

সরকারি সব কর্মচারীর
আচার বিধি-বিধান,
মানতে হবে সকল ক্ষেত্রে
প্রজার না যায় মান।

তবে, সবচে ভালো কথা
বললে বুঝে শুনে,
অমুলকটাও দেয় বিস্বর্জন
মানেন সর্বজনে।

খবরঃ (চুয়াডাঙ্গা সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের ঔদ্দত্যপূর্ণ আচরণ)।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মানেন সর্বজনে

আপলোড টাইম : ০৯:৪৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

— এম এ মামুন
আচরণের আচার বিচার
কার যে কেমন হয়,
অফিস আদালতে গেলেই
সেটাই বোঝা যায়।

যার যেমন জ্ঞানের বহর
সেই তেমন করে,
কেউ বা আবার যোগ্য বলে
মরে ভাবের জ্বরে।

সরকারি সব কর্মচারীর
আচার বিধি-বিধান,
মানতে হবে সকল ক্ষেত্রে
প্রজার না যায় মান।

তবে, সবচে ভালো কথা
বললে বুঝে শুনে,
অমুলকটাও দেয় বিস্বর্জন
মানেন সর্বজনে।

খবরঃ (চুয়াডাঙ্গা সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের ঔদ্দত্যপূর্ণ আচরণ)।