ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মানুষের গঠন-আকৃতি আল্লাহর অপার নিয়ামত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
  • / ২৩৮ বার পড়া হয়েছে

ধর্ম প্রতিবেদন:
পবিত্র কোরানের সূরা তীনে আল্লাহ তায়ালা বলেন, “শপথ তীন ও যাইতুনের, শপথ ‘সিনাই’ পর্বতের এবং শপথ এই নিরাপদ নগরী (মক্কা)র। আমি তো মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। অতঃপর আমি তাকে হীনতার সবচেয়ে নিম্নস্তরে ফিরিয়ে দিয়েছি। কিন্তু তাদের নয়- যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য তো রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।” এখানে আল্লাহ তায়ালা আরবের বিখ্যাত তীন ও যাইতুন ফল, ‘সিনাই’ পর্বত এবং নিরাপদ নগরী মক্কার শপথ করে বলেন- ‘আমি তো মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি’। এটা শপথের জবাব। আল্লাহ তায়ালা এই পৃথিবীর প্রতিটি প্রাণীকে নিচুমুখী করে সৃষ্টি করেছেন। শুধু মানুষকে সৃষ্টি করেছেন আলম্বিত দেহ সোজা করে; যে নিজের হাত দিয়ে পানাহার করে। তার অঙ্গ-প্রত্যঙ্গকে যথোপযোগী বানিয়েছেন। তাতে কোনো ধরনের বেমানান ও অসামঞ্জস্য নেই। প্রত্যেক গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ জোড়া জোড়া সৃষ্টি করেছেন এবং তার মাঝে মানানসই ব্যবধানও রেখেছেন। তাতে বিবেক-বুদ্ধি, চিন্তা-চেতনা, প্রজ্ঞা, শ্রবণ ও দৃষ্টিশক্তি দান করেছেন। যার ফলে মানুষ আসলে আল্লাহর কুদরতের প্রকাশস্থল এবং তার শক্তিমত্তার উত্তম বহিঃপ্রকাশ। মানুষের সৃষ্টিতে এসব কিছুর ব্যবস্থা করাটাই হলো ‘আহসানি তাকবীম’বা সুন্দরতম গঠন, যা মহান আল্লাহ তিনটি বস্তুর কসম খাওয়ার পর উল্লেখ করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মানুষের গঠন-আকৃতি আল্লাহর অপার নিয়ামত

আপলোড টাইম : ০৯:২১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯

ধর্ম প্রতিবেদন:
পবিত্র কোরানের সূরা তীনে আল্লাহ তায়ালা বলেন, “শপথ তীন ও যাইতুনের, শপথ ‘সিনাই’ পর্বতের এবং শপথ এই নিরাপদ নগরী (মক্কা)র। আমি তো মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। অতঃপর আমি তাকে হীনতার সবচেয়ে নিম্নস্তরে ফিরিয়ে দিয়েছি। কিন্তু তাদের নয়- যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য তো রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।” এখানে আল্লাহ তায়ালা আরবের বিখ্যাত তীন ও যাইতুন ফল, ‘সিনাই’ পর্বত এবং নিরাপদ নগরী মক্কার শপথ করে বলেন- ‘আমি তো মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি’। এটা শপথের জবাব। আল্লাহ তায়ালা এই পৃথিবীর প্রতিটি প্রাণীকে নিচুমুখী করে সৃষ্টি করেছেন। শুধু মানুষকে সৃষ্টি করেছেন আলম্বিত দেহ সোজা করে; যে নিজের হাত দিয়ে পানাহার করে। তার অঙ্গ-প্রত্যঙ্গকে যথোপযোগী বানিয়েছেন। তাতে কোনো ধরনের বেমানান ও অসামঞ্জস্য নেই। প্রত্যেক গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ জোড়া জোড়া সৃষ্টি করেছেন এবং তার মাঝে মানানসই ব্যবধানও রেখেছেন। তাতে বিবেক-বুদ্ধি, চিন্তা-চেতনা, প্রজ্ঞা, শ্রবণ ও দৃষ্টিশক্তি দান করেছেন। যার ফলে মানুষ আসলে আল্লাহর কুদরতের প্রকাশস্থল এবং তার শক্তিমত্তার উত্তম বহিঃপ্রকাশ। মানুষের সৃষ্টিতে এসব কিছুর ব্যবস্থা করাটাই হলো ‘আহসানি তাকবীম’বা সুন্দরতম গঠন, যা মহান আল্লাহ তিনটি বস্তুর কসম খাওয়ার পর উল্লেখ করেছেন।