ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মানুষের ওপর আল্লাহর হক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬
  • / ৫১৪ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আমাদের জীবন, মরণ, অস্তিত্ব সবই আল্লাহর জন্য। তিনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী বা কীটপতঙ্গ বানিয়েও সৃষ্টি করতে পারতেন। কিন্তু কোনো আবেদন ছাড়াই তিনি আমাদের আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীবের মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য মানুষ হিসেবে আমাদের আল্লাহর শোকর বা কৃতজ্ঞতা আদায় করার কোনো ভাষা নেই। আমরা যত কৃতজ্ঞতাই আদায় করি তা যথাযথ হক আদায় করে সম্ভব হবে না। তবুও সর্বাত্মকভাবে আল্লাহর হক আদায়ের চেষ্টা অব্যাহত থাকা বান্দা হিসেবে আমাদের কর্তব্য। আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো ইবাদত। সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে সম্যক ধারণা থাকলে আল্লাহর গোলামি তথা ইবাদত থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের বিবেক-বুদ্ধি দান করেছেন। এই বিবেক-বুদ্ধি দিয়েই জেনে নিতে হবে আমাদের করণীয় কী। তা সত্ত্বেও আল্লাহ আমাদের ওপর করুণা করেছেন। বিভিন্ন সময় নবী-রাসূল পাঠিয়ে জানিয়ে দিয়েছেন আমাদের পার্থিব জীবন কেমন হবে। এমনকি আল্লাহর গোলামি কিভাবে করতে হবে, তিনি আমাদের কাছে কী চান সেগুলোও বলে দিয়েছেন। এটা আমাদের ওপর যে কত বড় অনুগ্রহ তা বলার অপেক্ষা রাখে না। এজন্য প্রত্যেকটি মানুষের উচিত তার ওপর আল্লাহর কী কী হক আছে তা ভালোভাবে জেনে নেয়া এবং আদায়ের সর্বাত্মক চেষ্টা করা।  মানুষের দায়িত্বে মহান আল্লাহর মোট চারটি হক রয়েছে। একটি হলো কোরান-হাদিসের আলোকে তার সত্তা ও গুণের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয়টি হলো যে সব আকিদা-বিশ্বাস, আমল-আখলাক, লেনদেন, কাজ-কারবার মহান আল্লাহর পছন্দ সে সব গ্রহণ করা। তৃতীয়টি হলো আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসাকে সবকিছুর ওপর প্রাধান্য দেয়া। আর চতুর্থটি হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা, শত্রুতা এবং দয়া-মায়া সবকিছুই মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে করা। এই চারটি হক যথাযথভাবে পালনের সর্বাত্মক চেষ্টা প্রত্যেক বান্দার মধ্যে জাগরূক থাকতে হবে। বিশেষ করে আল্লাহ চান বান্দার একনিষ্ঠতা। আল্লাহকে প্রভু মানবে আর জাগতিক প্রভুদের কাছেও দৌড়াবে এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। যারা একমাত্র আল্লাহকে প্রভু হিসেবে একবার মেনে নিয়েছে তারা জাগতিক কোনো প্রভুর কাছে, দুনিয়ার কোনো চাপে আর কারো সামনে মাথানত করতে পারে না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মানুষের ওপর আল্লাহর হক

আপলোড টাইম : ০১:৩৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬

ধর্ম ডেস্ক: মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আমাদের জীবন, মরণ, অস্তিত্ব সবই আল্লাহর জন্য। তিনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী বা কীটপতঙ্গ বানিয়েও সৃষ্টি করতে পারতেন। কিন্তু কোনো আবেদন ছাড়াই তিনি আমাদের আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীবের মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য মানুষ হিসেবে আমাদের আল্লাহর শোকর বা কৃতজ্ঞতা আদায় করার কোনো ভাষা নেই। আমরা যত কৃতজ্ঞতাই আদায় করি তা যথাযথ হক আদায় করে সম্ভব হবে না। তবুও সর্বাত্মকভাবে আল্লাহর হক আদায়ের চেষ্টা অব্যাহত থাকা বান্দা হিসেবে আমাদের কর্তব্য। আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো ইবাদত। সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে সম্যক ধারণা থাকলে আল্লাহর গোলামি তথা ইবাদত থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের বিবেক-বুদ্ধি দান করেছেন। এই বিবেক-বুদ্ধি দিয়েই জেনে নিতে হবে আমাদের করণীয় কী। তা সত্ত্বেও আল্লাহ আমাদের ওপর করুণা করেছেন। বিভিন্ন সময় নবী-রাসূল পাঠিয়ে জানিয়ে দিয়েছেন আমাদের পার্থিব জীবন কেমন হবে। এমনকি আল্লাহর গোলামি কিভাবে করতে হবে, তিনি আমাদের কাছে কী চান সেগুলোও বলে দিয়েছেন। এটা আমাদের ওপর যে কত বড় অনুগ্রহ তা বলার অপেক্ষা রাখে না। এজন্য প্রত্যেকটি মানুষের উচিত তার ওপর আল্লাহর কী কী হক আছে তা ভালোভাবে জেনে নেয়া এবং আদায়ের সর্বাত্মক চেষ্টা করা।  মানুষের দায়িত্বে মহান আল্লাহর মোট চারটি হক রয়েছে। একটি হলো কোরান-হাদিসের আলোকে তার সত্তা ও গুণের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয়টি হলো যে সব আকিদা-বিশ্বাস, আমল-আখলাক, লেনদেন, কাজ-কারবার মহান আল্লাহর পছন্দ সে সব গ্রহণ করা। তৃতীয়টি হলো আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসাকে সবকিছুর ওপর প্রাধান্য দেয়া। আর চতুর্থটি হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা, শত্রুতা এবং দয়া-মায়া সবকিছুই মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে করা। এই চারটি হক যথাযথভাবে পালনের সর্বাত্মক চেষ্টা প্রত্যেক বান্দার মধ্যে জাগরূক থাকতে হবে। বিশেষ করে আল্লাহ চান বান্দার একনিষ্ঠতা। আল্লাহকে প্রভু মানবে আর জাগতিক প্রভুদের কাছেও দৌড়াবে এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। যারা একমাত্র আল্লাহকে প্রভু হিসেবে একবার মেনে নিয়েছে তারা জাগতিক কোনো প্রভুর কাছে, দুনিয়ার কোনো চাপে আর কারো সামনে মাথানত করতে পারে না।