ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুজন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • / ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার পৃথকস্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে আটকত হওয়া এসব আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক মামলা করে তাঁদেরকে সদর থানা হেফাজতে সোপর্দ করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন বাবুল মিয়া (৪০) ও কাবিল হোসেন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পাওে, চুয়াডাঙ্গা সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে এক ব্যক্তি ফেনসিডিলসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীক ফোর্স নিয়ে ঘটনাস্থালে অভিযান পরিচালানা করেন। অভিযানকালে একই এলাকার মৃত লতিফের ছেলে বাবুল মিয়াকে আটক করেন। এ সময় আটক হওয়া আসামির শরীর তল্লাশি করে ২০ বোতল ফেনসিডলি উদ্ধার করা হয়।
অপর দিকে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীক ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার জালসুকা গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আক্কাছ আলীর ছেলে কাবিল হোসেনকে আটক করেন। এ সময় আটক হওয়া ব্যক্তির কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে আটক হওয়া এসব ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথকভাবে মামলা করে উদ্ধার করা মাদকসহ আসামিদের সদর থানা হেফাজতে সোপর্দ করে। আটক ব্যক্তিদের আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মাদকবিরোধী অভিযানে চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুজন আটক

আপলোড টাইম : ১০:৩১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার পৃথকস্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে আটকত হওয়া এসব আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক মামলা করে তাঁদেরকে সদর থানা হেফাজতে সোপর্দ করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন বাবুল মিয়া (৪০) ও কাবিল হোসেন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পাওে, চুয়াডাঙ্গা সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে এক ব্যক্তি ফেনসিডিলসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীক ফোর্স নিয়ে ঘটনাস্থালে অভিযান পরিচালানা করেন। অভিযানকালে একই এলাকার মৃত লতিফের ছেলে বাবুল মিয়াকে আটক করেন। এ সময় আটক হওয়া আসামির শরীর তল্লাশি করে ২০ বোতল ফেনসিডলি উদ্ধার করা হয়।
অপর দিকে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীক ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার জালসুকা গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আক্কাছ আলীর ছেলে কাবিল হোসেনকে আটক করেন। এ সময় আটক হওয়া ব্যক্তির কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে আটক হওয়া এসব ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথকভাবে মামলা করে উদ্ধার করা মাদকসহ আসামিদের সদর থানা হেফাজতে সোপর্দ করে। আটক ব্যক্তিদের আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।