ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মাত্র ১০০ টাকায় মিলবে পুলিশের চাকরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯
  • / ২৫৪ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি:
মাত্র ১০০ টাকায় মিলবে পুলিশ কনস্টেবলের চাকরি। থাকতে হবে মেধা ও অন্যান্য যোগ্যতা। ঘুষ দিলে হবে না চাকরি। কারও প্রলোভনে পড়লে কোনো প্রকার লেনদেন করবেন না। স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে যারা যোগ্য, তারাই পাবেন পুলিশের চাকরি। ২৪ জুন মেহেরপুর জেলায় কনস্টেবল নিয়োগপরীক্ষাকে কেন্দ্র করে এলাকার সবার প্রতি এ আহ্বান জানান মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম)। গতকাল রোববার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে তিনি সাংবাদিকদের মাধ্যমে এ বার্তা দেন।
পুলিশ সুপার বলেন, কোনো ব্যাক্তি, সংগঠন ও সম্পর্ক বিবেচনায় চাকরি হবে না। স্বচ্ছতার ভিত্তিতে বাছাই ও নিয়োগপরীক্ষা সম্পন্ন করা হবে। দালালদের দৌরাত্ম্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশ সুপার আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, প্রতারক চক্রের সদস্যরা ইতিমধ্যে চাকরির প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি এসপি হিসেবে আপনাদের নিশ্চিত করতে চাই, কোনো প্রকার লেনদেন করবেন না। লেনদেনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ সুপারের এ ব্রিফিংয়ে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মাত্র ১০০ টাকায় মিলবে পুলিশের চাকরি

আপলোড টাইম : ১০:৪৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯

মেহেরপুর প্রতিনিধি:
মাত্র ১০০ টাকায় মিলবে পুলিশ কনস্টেবলের চাকরি। থাকতে হবে মেধা ও অন্যান্য যোগ্যতা। ঘুষ দিলে হবে না চাকরি। কারও প্রলোভনে পড়লে কোনো প্রকার লেনদেন করবেন না। স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে যারা যোগ্য, তারাই পাবেন পুলিশের চাকরি। ২৪ জুন মেহেরপুর জেলায় কনস্টেবল নিয়োগপরীক্ষাকে কেন্দ্র করে এলাকার সবার প্রতি এ আহ্বান জানান মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম)। গতকাল রোববার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে তিনি সাংবাদিকদের মাধ্যমে এ বার্তা দেন।
পুলিশ সুপার বলেন, কোনো ব্যাক্তি, সংগঠন ও সম্পর্ক বিবেচনায় চাকরি হবে না। স্বচ্ছতার ভিত্তিতে বাছাই ও নিয়োগপরীক্ষা সম্পন্ন করা হবে। দালালদের দৌরাত্ম্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশ সুপার আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, প্রতারক চক্রের সদস্যরা ইতিমধ্যে চাকরির প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি এসপি হিসেবে আপনাদের নিশ্চিত করতে চাই, কোনো প্রকার লেনদেন করবেন না। লেনদেনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ সুপারের এ ব্রিফিংয়ে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।