ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মাটি কাটার অপরাধে দুজনকে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
  • / ২৩৯ বার পড়া হয়েছে

dav

মোক্তারপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভূমি দস্যুদের পলায়ন
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার মোক্তারপুর ভোন্দাডাঙ্গা মাঠে অবৈধভাবে মাটি কাটার অপরাধে রাশেদ (২২) ও শামিম (২৫) নামের দুজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে মোক্তারপুর ভোন্দাডাঙ্গা মাঠে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দীন।
জানা যায়, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের ভোন্দাডাঙ্গা মাঠে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে তা ২০টি ট্রাক্টর দিয়ে বহন করা হচ্ছে। এতে গ্রামের রাস্তা ও গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। এমন একটি সংবাদ স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় প্রকাশিত হলে তৎক্ষণাত দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন ঘটনাস্থলে যেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন আসার খবর পেয়ে ভূমি দস্যুরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দুই ট্রাক্টর মালিক নাপিতখালি গ্রামের রহিদুলের ছেলে রাশেদ ও মোক্তারপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে শামিমকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) ২০০৯ সালের ৪৯ ধারায় দোষী সাব্যস্ত করে উভায়কে আড়ায় হাজার করে মোট পাঁচ হাজার টাকা জরিমান করেন। তাঁরা দুজনই জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সার্টিফিকেট সহকারী জিহন আলী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মাটি কাটার অপরাধে দুজনকে জরিমানা

আপলোড টাইম : ১০:২২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০

মোক্তারপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভূমি দস্যুদের পলায়ন
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার মোক্তারপুর ভোন্দাডাঙ্গা মাঠে অবৈধভাবে মাটি কাটার অপরাধে রাশেদ (২২) ও শামিম (২৫) নামের দুজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে মোক্তারপুর ভোন্দাডাঙ্গা মাঠে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দীন।
জানা যায়, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের ভোন্দাডাঙ্গা মাঠে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে তা ২০টি ট্রাক্টর দিয়ে বহন করা হচ্ছে। এতে গ্রামের রাস্তা ও গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। এমন একটি সংবাদ স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় প্রকাশিত হলে তৎক্ষণাত দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন ঘটনাস্থলে যেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন আসার খবর পেয়ে ভূমি দস্যুরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দুই ট্রাক্টর মালিক নাপিতখালি গ্রামের রহিদুলের ছেলে রাশেদ ও মোক্তারপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে শামিমকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) ২০০৯ সালের ৪৯ ধারায় দোষী সাব্যস্ত করে উভায়কে আড়ায় হাজার করে মোট পাঁচ হাজার টাকা জরিমান করেন। তাঁরা দুজনই জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সার্টিফিকেট সহকারী জিহন আলী।