ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মাঝারি ধরনের শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ৫৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের প্রভাবে সারা দিন হিমেল বাতাস ও ঘনকুয়াশা শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে। তীব্র শীতের কারণে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। শীতের মধ্যে কাজ করতে বের হয়ে কাজ না পেয়ে ও শীতের মাঝে কাজ করতে গিয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবীরা। গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা বড় বাজারে সবজি বিক্রি করতে আসা সোনা মিয়া বলেন, ‘এমন শীত পড়েছে যে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। তার ওপর সর্দি-কাঁশিতো লেগেই আছে। তবু শীত উপেক্ষা করেই পেটের দায়ে কাজ করতে হচ্ছে। এর জন্য শীতের মধ্যেও ভোরবেলাতে উঠে শাক-সবজি তুলে তাতে পানি দিয়ে বাজারে বিক্রি করি। শীতে আমাদের মতো বয়স্কদের খুবই কষ্ট।’
দিনমজুর ইসাহাক বলেন, ‘আমরা প্রতিদিন মানুষের বাড়িতে শ্রমিকের কাজ করে যা পাই তা দিয়ে পরিবার পরিজন নিয়ে খেয়ে পড়ে চলি। কিন্তু যে শীত পড়েছে বাড়ি থেকে বেরই হওয়া যাচ্ছে না। কিন্তু বাড়ি থেকে বের না হয়ে উপায়ও নেই। কাজ না করলে ভাত তো খাওয়া হবে না।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, ‘চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসের প্রথম সপ্তাহ শেষে বর্তমানে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কেটে গেলে শীতের এ মৌসুমে আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে মাসের শেষের দিকে দেশের কোথাও কোথাও এক থেকে দুদিন বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (গতকাল মঙ্গলবার) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার তথ্য পর্যালোচনা করে এসব পাওয়া গেছে। প্রতি মাসের শুরুতেই মাসব্যাপী আবহাওয়া পর্যালোচনা করে পূর্বাভাস তৈরি করা হয়। ফেব্রুয়ারি মাসের পূর্বাভাস জানতে আবহাওয়া অফিসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গত মাসের আবহাওয়ার পর্যালোচনায় বলা হয়েছে, জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। ৯৭ দশমিক সাত শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মাঝারি ধরনের শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা

আপলোড টাইম : ১০:৫৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের প্রভাবে সারা দিন হিমেল বাতাস ও ঘনকুয়াশা শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে। তীব্র শীতের কারণে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। শীতের মধ্যে কাজ করতে বের হয়ে কাজ না পেয়ে ও শীতের মাঝে কাজ করতে গিয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবীরা। গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা বড় বাজারে সবজি বিক্রি করতে আসা সোনা মিয়া বলেন, ‘এমন শীত পড়েছে যে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। তার ওপর সর্দি-কাঁশিতো লেগেই আছে। তবু শীত উপেক্ষা করেই পেটের দায়ে কাজ করতে হচ্ছে। এর জন্য শীতের মধ্যেও ভোরবেলাতে উঠে শাক-সবজি তুলে তাতে পানি দিয়ে বাজারে বিক্রি করি। শীতে আমাদের মতো বয়স্কদের খুবই কষ্ট।’
দিনমজুর ইসাহাক বলেন, ‘আমরা প্রতিদিন মানুষের বাড়িতে শ্রমিকের কাজ করে যা পাই তা দিয়ে পরিবার পরিজন নিয়ে খেয়ে পড়ে চলি। কিন্তু যে শীত পড়েছে বাড়ি থেকে বেরই হওয়া যাচ্ছে না। কিন্তু বাড়ি থেকে বের না হয়ে উপায়ও নেই। কাজ না করলে ভাত তো খাওয়া হবে না।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, ‘চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসের প্রথম সপ্তাহ শেষে বর্তমানে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কেটে গেলে শীতের এ মৌসুমে আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে মাসের শেষের দিকে দেশের কোথাও কোথাও এক থেকে দুদিন বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (গতকাল মঙ্গলবার) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার তথ্য পর্যালোচনা করে এসব পাওয়া গেছে। প্রতি মাসের শুরুতেই মাসব্যাপী আবহাওয়া পর্যালোচনা করে পূর্বাভাস তৈরি করা হয়। ফেব্রুয়ারি মাসের পূর্বাভাস জানতে আবহাওয়া অফিসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গত মাসের আবহাওয়ার পর্যালোচনায় বলা হয়েছে, জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। ৯৭ দশমিক সাত শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে।