ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মহেশপুরে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে শুনানি : ইউএনও’র অনুষ্ঠান বয়কটের ঘোষণা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
  • / ৩৫৮ বার পড়া হয়েছে

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের টাকা আত্মসাতের অভিযোগে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রায় ১শ’ ৫০জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনের মাটিতে বসেই গণশুনানী অনুষ্ঠিত হয়। গণশুনানী করেন সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা আক্তার। গণ শুনানী শেষে মুক্তিযোদ্ধারা ড. আব্দুল মালেক গাজীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা করে। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ড. আব্দুল মালেক গাজীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সম্পুর্ণ মিথ্যা। তিনি কোন মুক্তিযোদ্ধার টাকা আত্মসাত করেননি। তিনি উক্ত টাকা মুক্তিযোদ্ধা ভবন নির্মানের জন্য জমি ক্রয় কাজে খরচ করেছেন। ড. আব্দুল মালেক গাজী অভিযোগ করেন, মহেশপুরের ইউএনও কামরুল ইসলাম একটি ভুয়া অভিযোগ পেয়ে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছেন। ইউএনও তার সাথে কোন কথা বলেন নি। প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধারা বলেন ইউএনও’র নেতৃত্বে কোন সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন না তারা। এমনকি আগামী ১৬ই ডিসেম্বরের অনুষ্ঠানও বয়কটের ঘোষনা দেন মুক্তিযোদ্ধারা।
এ সময় উপস্তিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর কমান্ডার কাজি আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা মহেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মহেশপুরে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে শুনানি : ইউএনও’র অনুষ্ঠান বয়কটের ঘোষণা

আপলোড টাইম : ১১:৩১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের টাকা আত্মসাতের অভিযোগে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রায় ১শ’ ৫০জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনের মাটিতে বসেই গণশুনানী অনুষ্ঠিত হয়। গণশুনানী করেন সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা আক্তার। গণ শুনানী শেষে মুক্তিযোদ্ধারা ড. আব্দুল মালেক গাজীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা করে। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ড. আব্দুল মালেক গাজীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সম্পুর্ণ মিথ্যা। তিনি কোন মুক্তিযোদ্ধার টাকা আত্মসাত করেননি। তিনি উক্ত টাকা মুক্তিযোদ্ধা ভবন নির্মানের জন্য জমি ক্রয় কাজে খরচ করেছেন। ড. আব্দুল মালেক গাজী অভিযোগ করেন, মহেশপুরের ইউএনও কামরুল ইসলাম একটি ভুয়া অভিযোগ পেয়ে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছেন। ইউএনও তার সাথে কোন কথা বলেন নি। প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধারা বলেন ইউএনও’র নেতৃত্বে কোন সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন না তারা। এমনকি আগামী ১৬ই ডিসেম্বরের অনুষ্ঠানও বয়কটের ঘোষনা দেন মুক্তিযোদ্ধারা।
এ সময় উপস্তিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর কমান্ডার কাজি আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা মহেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।