ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মহেশপুরে ধর্ষকের শাস্তির দাবিতে মানবন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
  • / ২০৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে চিকিৎসা দেওয়ার নামে অজ্ঞান করে ধর্ষণ করার প্রতিবাদে ও ধর্ষক পল্লী চিকিৎসক সাইফুলের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চেয়ারম্যান সামছুল আলম মৃধা, সহকারী শিক্ষক সামসুজ্জোহা পান্নাসহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা, ধর্ষক সাইফুলের দ্রুত শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে সেজিয়া বাজারের নাজ ফার্মেসিতে চিকিৎসার জন্য নিয়ে যায় তার পিতা। সেখানে স্কুলছাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে বাড়ি ফিরিয়ে আনে। সেসময় পল্লী চিকিৎসক সাইফুল স্কুলছাত্রীকে পরদিন সকালে আবারো আসতে বলে। রোববার সকালে সাইফুলের কথা মতো তার পিতা চিকিৎসার জন্য মেয়েকে বাইসাইকেল নিয়ে নাজ ফার্মেসিতে পাঠিয়ে দেন। স্কুলছাত্রী সেখানে গেলে সাইফুল ইসলাম তার শরীরে একটি ইনজেকশন পুশ করেন ও একটি ট্যাবলেট খাওয়ে দেয়। এরপর স্কুলছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে সাইফুল তাকে ধর্ষণ করে। স্কুলছাত্রীর পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মহেশপুরে ধর্ষকের শাস্তির দাবিতে মানবন্ধন

আপলোড টাইম : ০৯:২২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে চিকিৎসা দেওয়ার নামে অজ্ঞান করে ধর্ষণ করার প্রতিবাদে ও ধর্ষক পল্লী চিকিৎসক সাইফুলের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চেয়ারম্যান সামছুল আলম মৃধা, সহকারী শিক্ষক সামসুজ্জোহা পান্নাসহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা, ধর্ষক সাইফুলের দ্রুত শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে সেজিয়া বাজারের নাজ ফার্মেসিতে চিকিৎসার জন্য নিয়ে যায় তার পিতা। সেখানে স্কুলছাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে বাড়ি ফিরিয়ে আনে। সেসময় পল্লী চিকিৎসক সাইফুল স্কুলছাত্রীকে পরদিন সকালে আবারো আসতে বলে। রোববার সকালে সাইফুলের কথা মতো তার পিতা চিকিৎসার জন্য মেয়েকে বাইসাইকেল নিয়ে নাজ ফার্মেসিতে পাঠিয়ে দেন। স্কুলছাত্রী সেখানে গেলে সাইফুল ইসলাম তার শরীরে একটি ইনজেকশন পুশ করেন ও একটি ট্যাবলেট খাওয়ে দেয়। এরপর স্কুলছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে সাইফুল তাকে ধর্ষণ করে। স্কুলছাত্রীর পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে।