ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মহারাষ্ট্রে শপথ গ্রহণের পরই নিখোঁজ ৫ সাংসদ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • / ২০০ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক
চমকের পর চমক নিয়ে হাজির হচ্ছে মহারাষ্ট্র। সরকার গঠনের আগে পর্যন্ত ঠিক ছিল, মহারাষ্ট্রে সরকার গড়বে শিবসেনা-এনসিপি। শনিবার সেই হিসেব পাল্টে সরকার গড়ল বিজেপি-এনসিপি একাংশ। এ নিয়ে ভাঙনের সুর বাজতে শুরু করেছে এনসিপিতে। দলের প্রতি কতজনের আনুগত্য আছে তা জানার জন্য সভা ডাকেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। কিন্তু, সভা থেকে নিখোঁজ হয়ে যান দলের ছয়জন সাংসদ। এনসিপি প্রধান শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ারের সমর্থনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা দেবেন্দ্র ফারনাভিস দ্বিতীয়বার শপথ গ্রহণের পর ওয়াই বি চহ্বন সভাগৃহে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন শারদ পাওয়ার। দলের প্রতি কতজন অনুগত তা খতিয়ে দেখতেই এই সভা ডাকেন এনসিপি প্রধান। সেখানেই দলের ছয়জন সাংসদের হঠাৎ নিখোঁজ হওয়ার খবর আসে। পরে বৈঠকের মাঝে আচমকা উপস্থিত হন দলের প্রথম সারির নেতা ধনঞ্জয় মু-ে। বাকি পাঁচজনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ধনঞ্জয় মু-েও অজিত পাওয়ারের সঙ্গে দলবদলের খেলায় ছিলেন। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ছয় বিধায়কের মধ্যে রয়েছেন অজিত পাওয়ারও। তবে খুব শীঘ্রই তারা দলে ফিরে আসবেন। এ প্রসঙ্গে আরও খবর, এনসিপির ওই পাঁচ বিদ্রোহী সাংসদকে সম্ভবত দিল্লিতে নিয়ে এসেছে বিজেপি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মহারাষ্ট্রে শপথ গ্রহণের পরই নিখোঁজ ৫ সাংসদ!

আপলোড টাইম : ০৯:১৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯

বিশ্ব ডেস্ক
চমকের পর চমক নিয়ে হাজির হচ্ছে মহারাষ্ট্র। সরকার গঠনের আগে পর্যন্ত ঠিক ছিল, মহারাষ্ট্রে সরকার গড়বে শিবসেনা-এনসিপি। শনিবার সেই হিসেব পাল্টে সরকার গড়ল বিজেপি-এনসিপি একাংশ। এ নিয়ে ভাঙনের সুর বাজতে শুরু করেছে এনসিপিতে। দলের প্রতি কতজনের আনুগত্য আছে তা জানার জন্য সভা ডাকেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। কিন্তু, সভা থেকে নিখোঁজ হয়ে যান দলের ছয়জন সাংসদ। এনসিপি প্রধান শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ারের সমর্থনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা দেবেন্দ্র ফারনাভিস দ্বিতীয়বার শপথ গ্রহণের পর ওয়াই বি চহ্বন সভাগৃহে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন শারদ পাওয়ার। দলের প্রতি কতজন অনুগত তা খতিয়ে দেখতেই এই সভা ডাকেন এনসিপি প্রধান। সেখানেই দলের ছয়জন সাংসদের হঠাৎ নিখোঁজ হওয়ার খবর আসে। পরে বৈঠকের মাঝে আচমকা উপস্থিত হন দলের প্রথম সারির নেতা ধনঞ্জয় মু-ে। বাকি পাঁচজনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ধনঞ্জয় মু-েও অজিত পাওয়ারের সঙ্গে দলবদলের খেলায় ছিলেন। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ছয় বিধায়কের মধ্যে রয়েছেন অজিত পাওয়ারও। তবে খুব শীঘ্রই তারা দলে ফিরে আসবেন। এ প্রসঙ্গে আরও খবর, এনসিপির ওই পাঁচ বিদ্রোহী সাংসদকে সম্ভবত দিল্লিতে নিয়ে এসেছে বিজেপি।