ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মরার কাছাকাছি -এম এ মামুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ৩৬ বার পড়া হয়েছে

ফোড়ন

মরার কাছাকাছি
-এম এ মামুন

যত্ত ইচ্ছা দাও বাড়িয়ে
তবুও খাবো তেল,
দেখতে বাকি আর কি বলো
ভানুমতির খেল।

আহার জোগায় কোনোরকম
হচ্ছে শুধুই রিন,
জানছো নাতো অনাহারেই
কাটছে কত দিন।

আয়ের চেয়েও বাড়ছে ব্যয়
কি করি উপায়,
ভাবছি ধূলো বালি খেয়ে
যদি বাঁচা যায়।

তাধিনা ধিন সোনার দেশে
কি যে ভালো আছি,
খাই না খাই বলছি ভালো
মরার কাছাকাছি।

খবর: (সয়াবিন তেল-চিনির দাম আরো বাড়ল )

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মরার কাছাকাছি -এম এ মামুন

আপলোড টাইম : ১০:০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

মরার কাছাকাছি
-এম এ মামুন

যত্ত ইচ্ছা দাও বাড়িয়ে
তবুও খাবো তেল,
দেখতে বাকি আর কি বলো
ভানুমতির খেল।

আহার জোগায় কোনোরকম
হচ্ছে শুধুই রিন,
জানছো নাতো অনাহারেই
কাটছে কত দিন।

আয়ের চেয়েও বাড়ছে ব্যয়
কি করি উপায়,
ভাবছি ধূলো বালি খেয়ে
যদি বাঁচা যায়।

তাধিনা ধিন সোনার দেশে
কি যে ভালো আছি,
খাই না খাই বলছি ভালো
মরার কাছাকাছি।

খবর: (সয়াবিন তেল-চিনির দাম আরো বাড়ল )