ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মধ্যবিত্তের ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছে ‘বোকা সংঘ’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
  • / ২০৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
‘আসসালামু ওয়ালাইকুম, বাসায় কেউ আছেন? এই প্যাকেটটা রাখুন’ এভাবেই রাতের আধারে মধ্যবিত্ত পরিবারের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার। এ পর্যন্ত প্রায় ৬ শ ব্যক্তির বাড়িতে অত্যন্ত গোপনে খাবার পৌঁছে দিয়ে মানবতার এক অনন্য নজির স্থাপন করেছে ঝিনাইদহের ফেসবুকভিত্তিক সংগঠন বোকা সংঘ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, যাঁরা কারো কাছে সাহায্যের হাতপাতেন না, নিজেরা না খেয়ে থাকলেও মুখ ফুটে লজ্জায় বলতে পারেন না, এমন পরিবারের তথ্য সংগ্রহ করে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ‘বোকা সংঘ প্রাইভেট লিমিটেড’। প্রতিদিন সন্ধ্যার পর সংগঠনের সদস্যরা নিজেদের মোটরসাইকেলে চেপে ঝিনাইদহ শহর ও আশেপাশের এলাকায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। রাতের বেলা মাথায় হেলমেট, মুখে মাস্ক পরিহিত, হাতে গ্লাভস পরে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছেন বোকা সংঘের সদস্যরা। বোকা সংঘের চ্যান্সেলর সাব্বির আহমদ জুয়েল জানান, বোকা সংঘের সদস্যরা কোনো না কোনো পেশার সঙ্গে জড়িত। কেউ প্রভাষক, কেউ ব্যবসায়ী, কেউ সফল উদোক্তা, সরকারি, বেসরকারি চাকরিজীবী, সফল ফ্রিল্যান্সার, শিক্ষক, ডাক্তার ও প্রকৌশলী। করোনার এ মহাদূর্যোগে ‘বোকা সংঘ’ মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব বলে মনে করছে। তিনি বলেন, সমমনা ফুর্তিবাজ মানুষদের সংগঠন বোকা সংঘ মানুষকে দান সহায়তা করাকে এখন মানবিক বলে মনে করেন। যে কেউ তাঁদের এই তহবিলে সহায়তা করতে পারেন। বোকা সংঘের তহবিলে সাহায্য পাঠাতে চাইলে, সাব্বির আহমদ ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা, অ্যাকাউন্ট নম্বর ২২৮১৫১০০৩৮৮০৫।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মধ্যবিত্তের ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছে ‘বোকা সংঘ’

আপলোড টাইম : ১১:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০

ঝিনাইদহ অফিস:
‘আসসালামু ওয়ালাইকুম, বাসায় কেউ আছেন? এই প্যাকেটটা রাখুন’ এভাবেই রাতের আধারে মধ্যবিত্ত পরিবারের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার। এ পর্যন্ত প্রায় ৬ শ ব্যক্তির বাড়িতে অত্যন্ত গোপনে খাবার পৌঁছে দিয়ে মানবতার এক অনন্য নজির স্থাপন করেছে ঝিনাইদহের ফেসবুকভিত্তিক সংগঠন বোকা সংঘ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, যাঁরা কারো কাছে সাহায্যের হাতপাতেন না, নিজেরা না খেয়ে থাকলেও মুখ ফুটে লজ্জায় বলতে পারেন না, এমন পরিবারের তথ্য সংগ্রহ করে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ‘বোকা সংঘ প্রাইভেট লিমিটেড’। প্রতিদিন সন্ধ্যার পর সংগঠনের সদস্যরা নিজেদের মোটরসাইকেলে চেপে ঝিনাইদহ শহর ও আশেপাশের এলাকায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। রাতের বেলা মাথায় হেলমেট, মুখে মাস্ক পরিহিত, হাতে গ্লাভস পরে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছেন বোকা সংঘের সদস্যরা। বোকা সংঘের চ্যান্সেলর সাব্বির আহমদ জুয়েল জানান, বোকা সংঘের সদস্যরা কোনো না কোনো পেশার সঙ্গে জড়িত। কেউ প্রভাষক, কেউ ব্যবসায়ী, কেউ সফল উদোক্তা, সরকারি, বেসরকারি চাকরিজীবী, সফল ফ্রিল্যান্সার, শিক্ষক, ডাক্তার ও প্রকৌশলী। করোনার এ মহাদূর্যোগে ‘বোকা সংঘ’ মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব বলে মনে করছে। তিনি বলেন, সমমনা ফুর্তিবাজ মানুষদের সংগঠন বোকা সংঘ মানুষকে দান সহায়তা করাকে এখন মানবিক বলে মনে করেন। যে কেউ তাঁদের এই তহবিলে সহায়তা করতে পারেন। বোকা সংঘের তহবিলে সাহায্য পাঠাতে চাইলে, সাব্বির আহমদ ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা, অ্যাকাউন্ট নম্বর ২২৮১৫১০০৩৮৮০৫।