ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ১৯ জনের জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • / ১৬২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে
সমীকরণ প্রতিবেদন:
করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে চুয়াডাঙ্গা জেলাজুড়ে অভিযান চালিয়ে ১৯ জনের কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় মাস্ক না পরার কারণে ৪ জনকে ১ হাজার ৮ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে ডিঙ্গেদহ বাজারে মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(১) ধারায় চারটি মামলায় চারজনকে ১৮শ টাকা এবং অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা লঙ্ঘন করার অপরাধে এক জনকে চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী এবং অফিস সহায়ক আরমান আলী।
দামুড়হুদা:
করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করা ও দোকানের লাইসেন্স না থাকার অপরাধে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ জনের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডে লাইসেন্স না থাকায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা লঙ্ঘন করার অপরাধে আসাদ ট্রের্ডাসের মালিক আসাদুজ্জামানকে ৩ হাজার টাকা ও এম আর ট্রের্ডাসের মালিক মোমিনুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় মদনার ফরহাদকে ৫ শ টাকা, কার্পাসডাঙ্গার জিয়াউরকে ৫ শ টাকা, দর্শনার আশিকুরকে ৫ শ টাকা ও নতুন গ্রামের মাহফুজ-সুমনকে ৫ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন উপজেলা সার্টিফিকেট সহকারী জিহন আলী ও দর্শনা থানা পুলিশের একটি চৌকস টিম।
জীবননগর:
জীবননগর হাসাদাহে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ও মোটরযান আইনে আটজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ ভ্রাম্যমাণ আদালত করেন। আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরার অপরাধে হাসাদাহ বাজারে একজনকে ২ শ টাকা এবং মোটরযান অধ্যাদেশ আইনে ৩ জনের কাছ থেকে ১১ শ টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে, একই সময়ে হাসাদাহ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদিপ্ত সিং। এ সময় মোটরযান অধ্যাদেশ আইনে ৪ জনকে ১ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ১৯ জনের জরিমানা

আপলোড টাইম : ১০:১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০

চুয়াডাঙ্গায় করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে
সমীকরণ প্রতিবেদন:
করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে চুয়াডাঙ্গা জেলাজুড়ে অভিযান চালিয়ে ১৯ জনের কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় মাস্ক না পরার কারণে ৪ জনকে ১ হাজার ৮ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে ডিঙ্গেদহ বাজারে মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(১) ধারায় চারটি মামলায় চারজনকে ১৮শ টাকা এবং অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা লঙ্ঘন করার অপরাধে এক জনকে চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী এবং অফিস সহায়ক আরমান আলী।
দামুড়হুদা:
করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করা ও দোকানের লাইসেন্স না থাকার অপরাধে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ জনের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডে লাইসেন্স না থাকায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা লঙ্ঘন করার অপরাধে আসাদ ট্রের্ডাসের মালিক আসাদুজ্জামানকে ৩ হাজার টাকা ও এম আর ট্রের্ডাসের মালিক মোমিনুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় মদনার ফরহাদকে ৫ শ টাকা, কার্পাসডাঙ্গার জিয়াউরকে ৫ শ টাকা, দর্শনার আশিকুরকে ৫ শ টাকা ও নতুন গ্রামের মাহফুজ-সুমনকে ৫ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন উপজেলা সার্টিফিকেট সহকারী জিহন আলী ও দর্শনা থানা পুলিশের একটি চৌকস টিম।
জীবননগর:
জীবননগর হাসাদাহে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ও মোটরযান আইনে আটজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ ভ্রাম্যমাণ আদালত করেন। আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরার অপরাধে হাসাদাহ বাজারে একজনকে ২ শ টাকা এবং মোটরযান অধ্যাদেশ আইনে ৩ জনের কাছ থেকে ১১ শ টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে, একই সময়ে হাসাদাহ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদিপ্ত সিং। এ সময় মোটরযান অধ্যাদেশ আইনে ৪ জনকে ১ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় করেন।