ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভোট গ্রহণে প্রস্তুত মেহেরপুরের ১৮৯টি কেন্দ্র

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
  • / ৩৮২ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস: মেহেরপুরের দুটি সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য প্রস্তুত ১৮৯টি ভোট কেন্দ্র। সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসাররা ভোট কক্ষে বুথ তৈরি ও ভোটারদের লাইন চিহ্নিত করেছেন। ভোট গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানান কয়েকজন প্রিসাইডিং অফিসার। গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রিসাইডিং অফিসার ও কেন্দ্র রক্ষায় নিয়োজিত পুলিশ-আনছার সদস্যরা নানা কাজে ব্যস্ত। ভোট কক্ষের মধ্যে নির্দিষ্ট বুথ তৈরি করা হয়েছে। ব্যালটে সিল মারার জন্য প্রয়োজনীয় গোপনীয়তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া ভোটাররা যাতে শৃঙ্খলাবদ্ধ হয়ে লাইনে দাঁড়াতে পারেন সেজন্য ভোটকেন্দ্র প্রাঙ্গণে তৈরি করা হয়েছে ভোটার লাইন। গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, ‘আমরা ভোট গ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছি। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু করা হবে।’ এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল অব্যহত রয়েছে। পুলিশের স্টাইকিং ও মোবাইল ফোর্সের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা রাস্তাঘাটে টহল দিচ্ছেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের কয়েকটি টিম কাজ শুরু করেছেন বলে রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ৩ হাজার ৪৯২ জন পুলিশ ও আনসার সদস্য, বিজিবি, র‌্যাব এবং সেনাবাহিনী ভোটের নিরাপত্তায় কাজ করছেন। মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৬০৫ জন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ২৮৮ জন। মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীসহ পাঁচজন এবং মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দুটি আসনেই মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভোট গ্রহণে প্রস্তুত মেহেরপুরের ১৮৯টি কেন্দ্র

আপলোড টাইম : ০৪:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮

মেহেরপুর অফিস: মেহেরপুরের দুটি সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য প্রস্তুত ১৮৯টি ভোট কেন্দ্র। সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসাররা ভোট কক্ষে বুথ তৈরি ও ভোটারদের লাইন চিহ্নিত করেছেন। ভোট গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানান কয়েকজন প্রিসাইডিং অফিসার। গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রিসাইডিং অফিসার ও কেন্দ্র রক্ষায় নিয়োজিত পুলিশ-আনছার সদস্যরা নানা কাজে ব্যস্ত। ভোট কক্ষের মধ্যে নির্দিষ্ট বুথ তৈরি করা হয়েছে। ব্যালটে সিল মারার জন্য প্রয়োজনীয় গোপনীয়তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া ভোটাররা যাতে শৃঙ্খলাবদ্ধ হয়ে লাইনে দাঁড়াতে পারেন সেজন্য ভোটকেন্দ্র প্রাঙ্গণে তৈরি করা হয়েছে ভোটার লাইন। গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, ‘আমরা ভোট গ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছি। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু করা হবে।’ এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল অব্যহত রয়েছে। পুলিশের স্টাইকিং ও মোবাইল ফোর্সের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা রাস্তাঘাটে টহল দিচ্ছেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের কয়েকটি টিম কাজ শুরু করেছেন বলে রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ৩ হাজার ৪৯২ জন পুলিশ ও আনসার সদস্য, বিজিবি, র‌্যাব এবং সেনাবাহিনী ভোটের নিরাপত্তায় কাজ করছেন। মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৬০৫ জন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ২৮৮ জন। মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীসহ পাঁচজন এবং মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দুটি আসনেই মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে।