ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভিটামিন ‘এ’ কার্যক্রম : সৃষ্ট জটিলতা অবসান করুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯
  • / ৩৩৫ বার পড়া হয়েছে

ভিটামিন ‘এ’র অভাবে শিশুদের রাতকানা রোগ ও অন্ধত্ব দেখা দিতে পারে। শিশুদের রোগ প্রতিরোধক্ষমতাও কমে যায়। এসবের জন্য প্রধানত দায়ী দারিদ্র্য, অপুষ্টি ও খাদ্য সম্পর্কে অসচেতনতা। কিছুদিন আগেও বলা হতো, বাংলাদেশে বছরে প্রায় ৪০ হাজার শিশু প্রতিরোধযোগ্য অন্ধত্বের শিকার হয়। সে অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে বছরে দুবার বিনামূল্যে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কারণে। অথচ অতি জরুরি এই ক্যাম্পেইনটি নিয়েও সৃষ্টি হয়েছে নানা ধরনের জটিলতা। গতকাল শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়। এর আগেও নানা জটিলতার কারণে দুবার এই কার্যক্রম স্থগিত করা হয়েছিল। দুই কোটিরও বেশি শিশুর জন্য এত গুরুত্বপূর্ণ এই কার্যক্রম নিয়ে এমন অনিশ্চয়তা কেন? গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, গতকাল যেসব ক্যাপসুল ব্যবহার করার কথা ছিল, সেগুলো মূলত আনা হয়েছিল ভারত থেকে ভারতীয় একটি কোম্পানির মাধ্যমে। উপজেলা পর্যায়ে সেগুলো বিতরণও করা হয়েছিল। সেখানে প্যাকেট খুলতে গিয়ে দেখা যায়, ক্যাপসুলগুলো একটির গায়ে আরেকটি জড়িয়ে গেছে। টেনেও খোলা যায় না। অতীতে ব্যবহৃত কোনো অভিযানেই এমনটি হয়নি। এ অবস্থায় ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত অভিযান স্থগিত রাখতে হয়েছে। প্রকাশিত খবর থেকে জানা যায়, ভারতীয় একটি কোম্পানিকে কার্যাদেশ দেওয়া হয়েছিল ২০১৬ সালে। তারা সেগুলো সরবরাহ করেছে কয়েক মাস আগে। কোম্পানিটির সুনাম নিয়ে প্রশ্ন থাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাদের কার্যাদেশ দিতে চায়নি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তাদের কার্যাদেশ দেওয়া হয়েছিল। এর আগে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে এ ব্যাপারে আপত্তি জানানো হয়েছিল। তারপরও এমন ক্যাপসুল কিভাবে দেশে আসে? এগুলো খাওয়ানোর ফলে দুই কোটি শিশুর যদি কোনো স্থায়ী ক্ষতি হয়ে যায়, তার দায়দায়িত্ব কে নেবে? নিকট-অতীতে ঘটে যাওয়া প্যারাসিটামল সিরাপ ট্র্যাজেডির কথা আমরা ভুলে যাইনি। আমরা এমন আর কোনো ট্র্যাজেডি দেখতে চাই না। ক্যাপসুলগুলো নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলেও সেগুলো ফেরত পাঠাতে হবে। কোনো কারণে তা সম্ভব না হলে সেগুলো ধ্বংস করতে হবে। অন্যদিকে বিশেষজ্ঞদের দিয়ে ক্যাপসুলের মান নির্ধারণ ও আমদানির বিষয়টি তদন্ত করা হোক। এই প্রক্রিয়ায় কারো গাফিলতি বা অসৎ উদ্দেশ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কিন্তু কোনোভাবেই শিশুদের ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম বন্ধ করা যাবে না। প্রয়োজনে দ্রুত বিকল্প উৎস থেকে মানসম্মত ক্যাপসুল সংগ্রহ করতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভিটামিন ‘এ’ কার্যক্রম : সৃষ্ট জটিলতা অবসান করুন

আপলোড টাইম : ০৮:৪৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯

ভিটামিন ‘এ’র অভাবে শিশুদের রাতকানা রোগ ও অন্ধত্ব দেখা দিতে পারে। শিশুদের রোগ প্রতিরোধক্ষমতাও কমে যায়। এসবের জন্য প্রধানত দায়ী দারিদ্র্য, অপুষ্টি ও খাদ্য সম্পর্কে অসচেতনতা। কিছুদিন আগেও বলা হতো, বাংলাদেশে বছরে প্রায় ৪০ হাজার শিশু প্রতিরোধযোগ্য অন্ধত্বের শিকার হয়। সে অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে বছরে দুবার বিনামূল্যে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কারণে। অথচ অতি জরুরি এই ক্যাম্পেইনটি নিয়েও সৃষ্টি হয়েছে নানা ধরনের জটিলতা। গতকাল শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়। এর আগেও নানা জটিলতার কারণে দুবার এই কার্যক্রম স্থগিত করা হয়েছিল। দুই কোটিরও বেশি শিশুর জন্য এত গুরুত্বপূর্ণ এই কার্যক্রম নিয়ে এমন অনিশ্চয়তা কেন? গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, গতকাল যেসব ক্যাপসুল ব্যবহার করার কথা ছিল, সেগুলো মূলত আনা হয়েছিল ভারত থেকে ভারতীয় একটি কোম্পানির মাধ্যমে। উপজেলা পর্যায়ে সেগুলো বিতরণও করা হয়েছিল। সেখানে প্যাকেট খুলতে গিয়ে দেখা যায়, ক্যাপসুলগুলো একটির গায়ে আরেকটি জড়িয়ে গেছে। টেনেও খোলা যায় না। অতীতে ব্যবহৃত কোনো অভিযানেই এমনটি হয়নি। এ অবস্থায় ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত অভিযান স্থগিত রাখতে হয়েছে। প্রকাশিত খবর থেকে জানা যায়, ভারতীয় একটি কোম্পানিকে কার্যাদেশ দেওয়া হয়েছিল ২০১৬ সালে। তারা সেগুলো সরবরাহ করেছে কয়েক মাস আগে। কোম্পানিটির সুনাম নিয়ে প্রশ্ন থাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাদের কার্যাদেশ দিতে চায়নি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তাদের কার্যাদেশ দেওয়া হয়েছিল। এর আগে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে এ ব্যাপারে আপত্তি জানানো হয়েছিল। তারপরও এমন ক্যাপসুল কিভাবে দেশে আসে? এগুলো খাওয়ানোর ফলে দুই কোটি শিশুর যদি কোনো স্থায়ী ক্ষতি হয়ে যায়, তার দায়দায়িত্ব কে নেবে? নিকট-অতীতে ঘটে যাওয়া প্যারাসিটামল সিরাপ ট্র্যাজেডির কথা আমরা ভুলে যাইনি। আমরা এমন আর কোনো ট্র্যাজেডি দেখতে চাই না। ক্যাপসুলগুলো নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলেও সেগুলো ফেরত পাঠাতে হবে। কোনো কারণে তা সম্ভব না হলে সেগুলো ধ্বংস করতে হবে। অন্যদিকে বিশেষজ্ঞদের দিয়ে ক্যাপসুলের মান নির্ধারণ ও আমদানির বিষয়টি তদন্ত করা হোক। এই প্রক্রিয়ায় কারো গাফিলতি বা অসৎ উদ্দেশ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কিন্তু কোনোভাবেই শিশুদের ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম বন্ধ করা যাবে না। প্রয়োজনে দ্রুত বিকল্প উৎস থেকে মানসম্মত ক্যাপসুল সংগ্রহ করতে হবে।