ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভাসানচর পরিদর্শন করলেন ৪ দেশের রাষ্ট্রদূত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
বাংলাদেশে নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার জাপান, চীন, ফ্রান্স, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দল ভাসানচর পরিদর্শন শেষে বিকেলে ঢাকায় ফিরে যান। জানা গেছে চার দেশের রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দল সকাল ১০টায় হেলিকপ্টার যোগে ভাসানচরে আসেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ভাসানচরের বিভিন্ন ওয়্যার হাউজে বসবাসরত রোহিঙ্গাদের সাথে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো ছাড়া ও জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার কাউ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অফিসার-ইনচার্জ সিমোন পার্চমেন্ট প্রতিনিধি দলে ছিলেন। একই সময়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো: তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়রসচিব মাসুদ বিন মোমেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: কামরুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো: সালাহউদ্দিন, মহাপরিচালক (প্রশাসন) মো: আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের একান্ত সচিব মো: কায়ছারুল ইসলাম, পরিচালক-৯ মোহাম্মদ নাজমুল হক, পরিচালক-১৪ ডা: মোহাম্মদ মহিবুল হাসান। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরিদর্শন শেষে বিকেল ৪টায় ভাসানচর পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভাসানচর পরিদর্শন করলেন ৪ দেশের রাষ্ট্রদূত

আপলোড টাইম : ১১:৩৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
বাংলাদেশে নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার জাপান, চীন, ফ্রান্স, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দল ভাসানচর পরিদর্শন শেষে বিকেলে ঢাকায় ফিরে যান। জানা গেছে চার দেশের রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দল সকাল ১০টায় হেলিকপ্টার যোগে ভাসানচরে আসেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ভাসানচরের বিভিন্ন ওয়্যার হাউজে বসবাসরত রোহিঙ্গাদের সাথে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো ছাড়া ও জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার কাউ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অফিসার-ইনচার্জ সিমোন পার্চমেন্ট প্রতিনিধি দলে ছিলেন। একই সময়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো: তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়রসচিব মাসুদ বিন মোমেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: কামরুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো: সালাহউদ্দিন, মহাপরিচালক (প্রশাসন) মো: আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের একান্ত সচিব মো: কায়ছারুল ইসলাম, পরিচালক-৯ মোহাম্মদ নাজমুল হক, পরিচালক-১৪ ডা: মোহাম্মদ মহিবুল হাসান। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরিদর্শন শেষে বিকেল ৪টায় ভাসানচর পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশে যাত্রা করেন।