ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে দু’বছর কারাভোগের পর দেশে ফিরলো বাংলাদেশি যুবক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭
  • / ৩০২ বার পড়া হয়েছে

দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: দীর্ঘ প্রায় দুই বছর ভারতে কারাভোগের পর বাংলাদেশি যুবক আবদুল্লাহ আল মামুন ওরফে পাভেলকে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল বুধবার বেলা ১২টার দিকে দর্শনা সীমান্তের ৭৬নং মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাকে হস্তান্তর করা হয়। কারাভোগ ফেরত আসা আব্দুল্লাহ আল মামুন ওরফে পাভেল (২৮) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বীরতারা গ্রামের শাজাহান আলীর ছেলে।
দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ শেখ মাহবুবুর রহমান জানান, ২০১৫ সালের ২৬ অক্টোবর দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে আব্দুল্লাহ আল মামুন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। ভারতে অনুপ্রবেশ করে মালদা ষ্টেশনে ঘোরাঘুরি করছিলো সে। এসময় পুলিশ সন্ধেও করে তাকে আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের কারনে তাকে জেলে পাঠায়। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে। দীর্ঘ প্রায় ২ বছর কলকাতা কারাগারে কারাভোগের পর বুধবার দুপুরে বিএসএফ পতাকা বৈঠকের পর তাকে বিজিবির কাছে ফেরত দেয়। পতাকা বৈঠকের সময় উপস্থিত ছিলেন দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোখলেসুর রহমান, দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ শেখ মাহবুবুর রহমান, দামুড়হুদা থানার উপ পরিদর্শক এসআই মনির হোসেন এবং ভারতের পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অজয় কুমার, ইমিগ্রেশন কর্মকর্তা তরুণ সরকার ও এসআই স্বপন কুমার প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভারতে দু’বছর কারাভোগের পর দেশে ফিরলো বাংলাদেশি যুবক

আপলোড টাইম : ১১:১৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭

দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: দীর্ঘ প্রায় দুই বছর ভারতে কারাভোগের পর বাংলাদেশি যুবক আবদুল্লাহ আল মামুন ওরফে পাভেলকে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল বুধবার বেলা ১২টার দিকে দর্শনা সীমান্তের ৭৬নং মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাকে হস্তান্তর করা হয়। কারাভোগ ফেরত আসা আব্দুল্লাহ আল মামুন ওরফে পাভেল (২৮) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বীরতারা গ্রামের শাজাহান আলীর ছেলে।
দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ শেখ মাহবুবুর রহমান জানান, ২০১৫ সালের ২৬ অক্টোবর দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে আব্দুল্লাহ আল মামুন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। ভারতে অনুপ্রবেশ করে মালদা ষ্টেশনে ঘোরাঘুরি করছিলো সে। এসময় পুলিশ সন্ধেও করে তাকে আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের কারনে তাকে জেলে পাঠায়। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে। দীর্ঘ প্রায় ২ বছর কলকাতা কারাগারে কারাভোগের পর বুধবার দুপুরে বিএসএফ পতাকা বৈঠকের পর তাকে বিজিবির কাছে ফেরত দেয়। পতাকা বৈঠকের সময় উপস্থিত ছিলেন দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোখলেসুর রহমান, দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ শেখ মাহবুবুর রহমান, দামুড়হুদা থানার উপ পরিদর্শক এসআই মনির হোসেন এবং ভারতের পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অজয় কুমার, ইমিগ্রেশন কর্মকর্তা তরুণ সরকার ও এসআই স্বপন কুমার প্রমুখ।