ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারতীয় ফেন্সিডিলসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
  • / ৪৭৫ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী বিজিবির পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালানি উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের কবরস্থান থেকে ৪৮ম বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২ বোতল মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২২ হাজার ২শ’ টাকা।
একইদিন শুক্রবার সকাল আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর থেকে ৩টি ভারতীয় শাড়ী, ৪টি থ্রিপিচ, ৩টি ওয়ানপিচ, ৫টি পাঞ্জাবী, ৬টি প্যান্ট পিচ, ৪টি শার্ট পিচ, ৪টি ওড়না, ২টি শার্ট, ১টি ধুতি, ১০ মিটার থান কাপড় এবং ০৩ জোড়া খেলার বুট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।
এদিকে, গতকাল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার থেকে ৪টি ভারতীয় শাড়ী, ৬টি থ্রিপিচ, ৩টি ওয়ানপিচ, ৪টি পাঞ্জাবী, ৪টি প্যান্ট পিচ, ১টি প্যান্ট এবং ৪টি শার্ট পিচ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯৩ হাজার টাকা।
অপরদিকে, গতকাল শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ১টি ভারতীয় শাড়ী, ১টি ল্যাহেংগা, ৯টি থ্রিপিচ, ২৭টি ওড়না, ৪টি কটি, ৩টি পাঞ্জাবী, ২টি প্যান্ট, ২৪টি দস্তর খানা, ১টি বিছানার চাদর, ২টি বালিশ কভার এবং ১ জোড়া খেলার বুট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১৬ হাজার ৭শ’ টাকা।
এদিকে, গতকাল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৪টি ভারতীয় শাড়ী, ১টি থ্রিপিচ, ৪টি টুপিচ, ১৩টি ওয়ানপিচ, ৪টি পাঞ্জাবী, ৪টি প্লাজু, ৪টি নাইট ড্রেস, ৪টি জিন্স প্যান্ট, ২টি প্যান্ট পিচ, ৫টি ওড়না, ৪টি শার্ট, ৪টি লুঙ্গী, ৪টি ধুতি, ১৭ মিটার থান কাপড়, ৬টি ব্রা, ৮টি অডোমুস, ৬টি জর্দা, ৩০১টি চকলেট, ৩৭টি বিভিন্ন প্রকার কসমেটিকস এবং ০৩ জোড়া কানের ঝুমকা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ১৪ হাজার ৮শ’ টাকা।
অপরদিকে, গতকাল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৩টি ভারতীয় শাড়ী, ১টি ল্যাহেংগা, ১৪টি থ্রিপিচ, ১৩টি পাঞ্জাবী, ১২টি ওড়না, ৪টি কটি, ১টি বেডসীট, ২টি বালিশ কভার, ১২টি ব্রা, ২৪টি দস্তর খানা, ১ জোড়া খেলার বুট এবং ১২টি বিভিন্ন প্রকার কসমেটিকস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার টাকা।
উদ্ধারকৃত ৪৮ বোতল ফেন্সিডিল, ২ বোতল মদ, ১৫টি শাড়ী, ৩৪টি থ্রিপিচ, ১৯টি ওয়ানপিচ, ৪টি টুপিচ, ২টি ল্যাহেংগা, ২৭টি পাঞ্জাবী, ১২টি প্যান্ট পিচ, ৪৮টি ওড়না, ৮টি শার্ট পিচ, ৬টি শার্ট, ২টি বেডসীট, ৪টি বালিশ কভার, ৮টি কটি, ৪টি প্লাজু, ৪টি নাইট ড্রেস, ৭টি জিন্স প্যান্ট, ৪৮টি দস্তর খানা, ৫টি ধুতি, ২৭মিটার থান কাপড়, ১৮টি ব্রা, ৫ জোড়া খেলার বুট, ৮টি অডোমুস, ৬টি জর্দা, ৩০১টি চকলেট, ৪টি লুঙ্গী এবং ৩৭টি বিভিন্ন প্রকার কসমেটিকস এর সর্বমোট মুল্য ৬ লাখ ৮২ হাজার ৭শ’ টাকা।
উদ্ধারকৃত ফেন্সিডিল, মদ এবং অন্যান্য মালামাল কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভারতীয় ফেন্সিডিলসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল উদ্ধার

আপলোড টাইম : ০৮:৪১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮

দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী বিজিবির পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালানি উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের কবরস্থান থেকে ৪৮ম বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২ বোতল মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২২ হাজার ২শ’ টাকা।
একইদিন শুক্রবার সকাল আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর থেকে ৩টি ভারতীয় শাড়ী, ৪টি থ্রিপিচ, ৩টি ওয়ানপিচ, ৫টি পাঞ্জাবী, ৬টি প্যান্ট পিচ, ৪টি শার্ট পিচ, ৪টি ওড়না, ২টি শার্ট, ১টি ধুতি, ১০ মিটার থান কাপড় এবং ০৩ জোড়া খেলার বুট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।
এদিকে, গতকাল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার থেকে ৪টি ভারতীয় শাড়ী, ৬টি থ্রিপিচ, ৩টি ওয়ানপিচ, ৪টি পাঞ্জাবী, ৪টি প্যান্ট পিচ, ১টি প্যান্ট এবং ৪টি শার্ট পিচ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯৩ হাজার টাকা।
অপরদিকে, গতকাল শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ১টি ভারতীয় শাড়ী, ১টি ল্যাহেংগা, ৯টি থ্রিপিচ, ২৭টি ওড়না, ৪টি কটি, ৩টি পাঞ্জাবী, ২টি প্যান্ট, ২৪টি দস্তর খানা, ১টি বিছানার চাদর, ২টি বালিশ কভার এবং ১ জোড়া খেলার বুট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১৬ হাজার ৭শ’ টাকা।
এদিকে, গতকাল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৪টি ভারতীয় শাড়ী, ১টি থ্রিপিচ, ৪টি টুপিচ, ১৩টি ওয়ানপিচ, ৪টি পাঞ্জাবী, ৪টি প্লাজু, ৪টি নাইট ড্রেস, ৪টি জিন্স প্যান্ট, ২টি প্যান্ট পিচ, ৫টি ওড়না, ৪টি শার্ট, ৪টি লুঙ্গী, ৪টি ধুতি, ১৭ মিটার থান কাপড়, ৬টি ব্রা, ৮টি অডোমুস, ৬টি জর্দা, ৩০১টি চকলেট, ৩৭টি বিভিন্ন প্রকার কসমেটিকস এবং ০৩ জোড়া কানের ঝুমকা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ১৪ হাজার ৮শ’ টাকা।
অপরদিকে, গতকাল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৩টি ভারতীয় শাড়ী, ১টি ল্যাহেংগা, ১৪টি থ্রিপিচ, ১৩টি পাঞ্জাবী, ১২টি ওড়না, ৪টি কটি, ১টি বেডসীট, ২টি বালিশ কভার, ১২টি ব্রা, ২৪টি দস্তর খানা, ১ জোড়া খেলার বুট এবং ১২টি বিভিন্ন প্রকার কসমেটিকস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার টাকা।
উদ্ধারকৃত ৪৮ বোতল ফেন্সিডিল, ২ বোতল মদ, ১৫টি শাড়ী, ৩৪টি থ্রিপিচ, ১৯টি ওয়ানপিচ, ৪টি টুপিচ, ২টি ল্যাহেংগা, ২৭টি পাঞ্জাবী, ১২টি প্যান্ট পিচ, ৪৮টি ওড়না, ৮টি শার্ট পিচ, ৬টি শার্ট, ২টি বেডসীট, ৪টি বালিশ কভার, ৮টি কটি, ৪টি প্লাজু, ৪টি নাইট ড্রেস, ৭টি জিন্স প্যান্ট, ৪৮টি দস্তর খানা, ৫টি ধুতি, ২৭মিটার থান কাপড়, ১৮টি ব্রা, ৫ জোড়া খেলার বুট, ৮টি অডোমুস, ৬টি জর্দা, ৩০১টি চকলেট, ৪টি লুঙ্গী এবং ৩৭টি বিভিন্ন প্রকার কসমেটিকস এর সর্বমোট মুল্য ৬ লাখ ৮২ হাজার ৭শ’ টাকা।
উদ্ধারকৃত ফেন্সিডিল, মদ এবং অন্যান্য মালামাল কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।